বুধবার, ০৭ মে, ২০২৫  |   ৩৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২১, ২০:১৬

মতলব উত্তরে ৫০ বলের ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

মতলব উত্তরে ৫০ বলের ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
মাহবুব আলম লাভলু

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে উপজেলার সকল মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ৫০ বলের ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। শনিবার(২৫ ডিসেম্বর) মতলব উত্তর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান ।

এ সময় উপজেলা একাডেমি সুপারভাইজার সাইফুল ইসলাম,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক একে আজাদ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সকল মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ৫০ বলের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, ক্রীড়াঙ্গনে জড়িত শিক্ষার্থীরা মানবিক ভাবে অনেক ভালো হয়ে থাকে। গ্রাম পর্যায় থেকে যাওয়া অনেক খেলোয়াড় ফুটবল ও ক্রিকেটে জাতীয় পর্যায়ে সফলতা অর্জন করেছে। আশা করছি এ ক্রিকেট টুর্নামেন্টের মধ্যে দিয়ে জাতীয় পর্যায়ের অনেক খেলোয়াড় তৈরি হবে।

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে উপজেলার সকল মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ৫০ বলের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে উপজেলা ক্রীড়া সংস্থা সহযোগিতা করছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়