শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৭:০৫

ধানের শীষের সমর্থনে ফরিদগঞ্জ পৌরসভায় বিশাল মিছিল সমাবেশ

প্রবীর চক্রবর্তী।।
ধানের শীষের সমর্থনে ফরিদগঞ্জ পৌরসভায় বিশাল মিছিল সমাবেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদের সমর্থনে ফরিদগঞ্জ পৌরসভার সকল ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের সমর্থনে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড এলাকার ইসলামী হাসপাতালের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পুরো এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালিবাজার চৌরাস্তা এলাকার সিরাজ সুপার মার্কেটের সামনে এসে শেষ হয়। মিছিলে বিপুল সংখ্যক নারী-পুরুষ নেতা কর্মীরা অংশ নেয়।

মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান দুলাল, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটোয়ারী ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক পাটোয়ারী। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিন মোল্লা, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারী, সাবেক যুগ্ম সম্পাদক বিল্লাল কোম্পানি, টুটুল পাটোয়ারী, পৌর বিএনপি নেতা হাবিবুর রহমান রুবেল, জেলা যুবদলের সদস্য আব্দুল মতিন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, পেয়ার আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম মাহমুদ রাঢ়ি, যুগ্ম আহ্বায়ক হারুন পাঠান, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল গাজী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুস ছবুর রুবেল, মহিলা দলের পারুল বেগম, আলেয়া আক্তার, পৌর ছাত্রদলের সদস্য সচিব আমজাদ হোসেন শিবলু সহ পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়