বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১৩:২২

চাঁদপুরে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এনসিপি’র প্রচারণা

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এনসিপি’র প্রচারণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’- এর পক্ষে চাঁদপুরে প্রচারণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকাল থেকে প্রচার গাড়ি নিয়ে চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ডের বড় স্টেশন মোলহেড এলাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় ঘুরে প্রচারণা চালানো হয়। এ সময় সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় ঘুরে ঘুরে গণভোটের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। প্রচার চলাকালে গাড়ির এলইডি স্ক্রীনে জুলাই সনদের আলোকে গণভোটের গুরুত্ব তুলে ধরা হয় এবং ভোটারদের উদ্দেশ্যে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। গণভোটে 'হ্যাঁ' ভোটকে বিজয়ী করতে চাঁদপুর জেলা জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও চাঁদপুর-৩ আসনে গণভোটের এম্বাসাডর মাহবুব আলমের নেতৃত্বে 'হ্যাঁ' ভোটের পক্ষে এই প্রচারণা চালানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়