প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৩:০৭
নির্বাচনী গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরুর প্রথম দিনেই চাঁদপুরের ৫টি আসনে প্রচার প্রচারণায় নেমে পড়েছেন। বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। সড়কের বিভিন্ন পয়েন্টে পাড়া মহল্লা গ্রামেগঞ্জে এখন শোভা পাচ্ছে বিএনপি সহ বিভিন্ন প্রার্থীর ব্যানার। দলে দলে নেতাকর্মীরা এলাকাভিত্তিক গণসংযোগ করে ব্যবসা প্রতিষ্ঠান, পথচারী এবং পাড়া-মহল্লা-গ্রামেগঞ্জে ভোটারদের মাঝে নির্বাচনী প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট বিতরণ করছেন। প্রার্থীরা সভা-সমাবেশ কিংবা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের প্রতিশ্রুতি তুলে ধরছেন।
বৃহস্পতিবার সকাল থেকেই চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ এর প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক মেঘনা নদী পাড়ি দিয়ে সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ন থেকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেন।
নেতাকর্মীরা অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ছবি পোস্ট দিয়ে লিখেন, আলহামদুলিল্লাহ, বিজয় নিয়ে ঘরে ফিরবো।
একই দিন রাজরাজেশ্বর ইউনিয়নে ধানের শীষের ভোট চেয়ে নির্বাচনী গণ সংযোগ করেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য মাহবুবুর রহমান শাহীন।
অপর দিকে জেলা বিএনপির সহ-সভাপতি জসিমউদ্দীন খান বাবুল হাইমচর থানাধীন ২নং আলগী উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সমন্বয় ও মতবিনিময় সভা এবং ধানের শীষের প্রচারণা করেন।
এদিকে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া এদিন সকাল ৭টা থেকে চাঁদপুর সদর উপজেলার ১ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন।
ফেসবুক পেজে তারা লিখেন, আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরামের আন্তরিকতা, উচ্ছ্বাস, উদ্দীপনা দেখে মনোবল ফিরে পেলাম। আল্লাহ এই জমিনকে দ্বীনের জন্যে কবুল করেন, ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করেন।
ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী এএইচএম আহসান উল্লাহ এদিন ইসলামপুর গাছতলা দরবার শরীফে মাজার জিয়ারত, ফাতেহা পাঠ, মিলাদ কিয়াম ও মুনাজাতের মধ্য দিয়ে গণসংযোগ শুরু করেন। গাছতলা দরবার শরীফের বর্তমান গদ্দিনশিন পীর সাহেব আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী হুজুর দোয়া ও মুনাজাত করেন।
গণফোরাম মনোনীত প্রার্থী (উদীয়মান সূর্য) অ্যাড. সেলিম আকবর শহরের চেয়ারম্যানঘাট এলাকায় গণসংযোগ করেন।
গণ অধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী সাংবাদিক জাকির হোসেন প্রচারণার প্রথম দিন দলীয় কার্যালয়ে নির্বাচনী বিষয় নিয়ে মতবিনিময় সভা করেন।
কমিউনিস্ট পার্টি মনোনীত কাস্তে প্রতীকের প্রার্থী কমরেড জাহাঙ্গীর হোসেনের সমর্থনে শহরে নির্বাচনী প্রচারণা শুরু করা হয়। 'দুনিয়ার মজদুর এক হও, কমরেড জাহাঙ্গীর ভাইয়ের সালাম নিন, কাস্তে মার্কায় ভোট চাই' মাইকিং শোনা যায়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। একইদিন অনুষ্ঠিত হবে গণভোটও।
এরই প্রেক্ষিতে বুধবার (২১ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়। এর ফলে প্রার্থীরা এগিয়ে যায় নির্বাচনের আরও এক ধাপ সামনে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) থেকে শুরু হয় নির্বাচনী প্রচারণা। আসন্ন নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি আসনে বৈধ প্রার্থী হিসেবে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামছেন। প্রচারণার সময়সীমা ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়ছে তৎপরতা।
ডিসিকে/এমজেডএইচ












