শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ২৩:০০

ফরিদগঞ্জে পথসভা ও গণসংযোগ করেন দাঁড়িপাল্লার প্রার্থী মাও. বিল্লাল হোসাইন মিয়াজী

অনলাইন ডেস্ক
ফরিদগঞ্জে পথসভা ও গণসংযোগ করেন দাঁড়িপাল্লার প্রার্থী মাও. বিল্লাল হোসাইন মিয়াজী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-৪ আসনে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন জামায়াত ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও জেলা আমীর মাও. বিল্লাল হোসাইন মিয়াজী।

২২ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ৫নং পূর্ব গুপ্টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন জামায়াতে ইসলামীর উপজেলা নেতৃবৃন্দ।

গণসংযোগে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো. হারুন আর-রশিদ, ফরিদগঞ্জ উপজেলা আমীর মাও. ইউনুছ হেলাল, চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি বেলায়েত হোসেন ও উপজেলা সহকারী সেক্রেটারী ছিদ্দিকুর রহমান। জামায়াতে ইসলামীর ৫নং পূর্ব গুপ্টি ইউনিয়নের সভাপতি ডা. শামীম আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ৬নং ইউনিয়নের সভাপতি আব্দুল হান্নান সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

দাঁড়িপাল্লার প্রার্থী মাও. বিল্লাল মিয়াজী বলেন, আগামীর নির্বাচন হবে সকল প্রকার অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব বেছে নেওয়ার নির্বাচন। এটি হবে শ্রমজীবীসহ সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের নির্বাচন। ফরিদগঞ্জের মানুষের দুঃখ-কষ্ট লাঘবে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে এই অঞ্চলের মানুষের জন্যে শিক্ষা ও চিকিৎসা খাতে উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। একই সঙ্গে সকল ধর্মের মানুষের অধিকার আদায় নিশ্চিত করা হবে বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়