প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১৯:৩৭
আমরা ইসলাম ও স্বাধীনতার পক্ষে
...........আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী

.
হাজীগঞ্জের ধেররাস্থ হযরত সৈয়দ আবেদ শাহ মোজাদ্দেদী (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বৃহত্তর সুন্নী জোট মনোনীত 'চেয়ার' প্রতীকের প্রার্থী আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) বেলা ১১টায় মাজার জিয়ারত পরবর্তী সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তাঁর প্রচারণা শুরু করেন। হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীমের সভাপ্রধানে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ইমামে রাব্বানী দরবার শরীফ কমপ্লেক্সে।
আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী বলেন, আমরা ইসলাম ও স্বাধীনতার পক্ষে। জুলাই সনদে ইসলাম ও স্বাধীনতার কিছু বিষয় প্রশ্নবিদ্ধ। তাই, আমরা দেশবাসীকে বলবো ইসলাম ও দেশের স্বার্থে গণভোটে অবশ্যই অবশ্যই 'না' ভোট দিন।
তিনি আরো বলেন, বৃহত্তর সুন্নী জোটের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে, কোরআন ও সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠাকরণ। এদেশে ইসলামের নামে যারা জঙ্গিবাদ ও মব সন্ত্রাস এবং দুর্নীতি ও অপরাধমূলক কার্যক্রম করে তাদের বিরুদ্ধে আমাদের এ নির্বাচন।
নির্বাচনী এলাকার বিষয়ে তিনি বলেন, আমি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে হাজীগঞ্জ বাজারের যানজট নিরসন, বাইপাস সড়ক স্থাপন, হাজীগঞ্জ-শাহরাস্তিতে কর্মসংস্থান সৃষ্টি, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি প্রতিরোধসহ দুই উপজেলার উন্নয়নে যা যা করণীয় সবকিছু করবো।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সৈয়দ মাহমুদ শাহ্, হাজীগঞ্জ উপজেলা সভাপতি মো. জাকির হোসেন মিয়াজী, শাহরাস্তি উপজেলা সভাপতি মো. জিয়াউল হক রিজভী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের হাজীগঞ্জ উপজেলা সভাপতি গাজী আব্দুর রহিমসহ বৃহত্তর সুন্নী জোটের কয়েক শতাধিক নেতাকর্মী।
বাহাদুর শাহ আল মোজাদ্দেদী। ছবি : চাঁদপুর কণ্ঠ।








