শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১৬:১৬

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ)-এ নির্বাচনী প্রচারণা

....... বিএনপি প্রার্থী লায়ন হারুনুর রশিদ

প্রবীর চক্রবর্তী।।
ধানের শীষ উন্নয়ন ও নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের প্রতীক
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী লায়ন হারুনুর রশিদ ফরিদগঞ্জ বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, বিগত তিনটি নির্বাচনে এদেশের মানুষ তাদের পছন্দের প্রতীকে ভোট দিতে পারেনি। ভোটের অধিকার বঞ্চিত মানুষের সামনে সুযোগ এসেছে সুষম উন্নয়ন ও নতুন বাংলাদেশ গড়ার অংশীদার হওয়ার। আগামী ১২ ফেব্রুয়ারি সেই সুদিন। আশা করছি অতীতের সকল গ্লানিকে মুছে দিতে লোকজন দল বেঁধে ভোটকেন্দ্রে যাবে। দেখা যাবে চিরচেনা সেই ভোটের মাঠের চিত্র। ভোটের ক্ষেত্রে মানুষের সেই আস্থা ও বিশ্বাসের জায়গাটি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের দল বিএনপি। কারণ ধানের শীষ উন্নয়ন ও নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের প্রতীক। মনে রাখতে হবে, সবার আগে বাংলাদেশ। তাই ব্যক্তির বৃত্ত থেকে বেরিয়ে ফরিদগঞ্জবাসী অতীতের ন্যায় আবারো ধানের শীষের বিজয়ের সাথী হবেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার প্রথম দিনে ফরিদগঞ্জ পৌর এলাকায় গণসংযোগ ও ধানের শীষের লিফলেট বিতরণকালে এ কথাগুলো বলেন।

তিনি বলেন, ফরিদগঞ্জ উপজেলাবাসীর কাছে নতুন করে কিছু বলার নেই। শুধু বলবো, আপসহীন নেত্রী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া নিজের জীবন এদেশের মানুষের জন্যে বিলিয়ে দিয়ে গেছেন। তাই সাধারণ মানুষ বিএনপির বাইরে ভোট দেয়ার কথা চিন্তা করবে না। আমাদের দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত সবার আগে বাংলাদেশ এটাই সত্য। কোনো ব্যক্তির পক্ষে একা কোনো কিছু করা সম্ভব নয়। আশা করছি আগামী নির্বাচনে ফরিদগঞ্জসহ সারাদেশে ধানের শীষের বিজয়ের মাধ্যমে গণতন্ত্রের এবং উন্নয়নের নতুন যাত্রা শুরু হবে। সেই যাত্রায় কেউ পিছিয়ে যেতে নিশ্চয়ই চাইবে না। ফরিদগঞ্জবাসী এই বিষয়ে সজাগ। আর কোনো ভুল করবে না। ধানের শীষ যার হাতে আমরা সকলেই তার কাছে যাবো এটাই সত্য।

এ সময় তাঁর সাথে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বিল্লাল কোম্পানী, এম এম টুটুল পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা, সদস্য সচিব আমজাদ হোসেন শিবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়