প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ২২:১৬
দাঁড়িপাল্লার প্রতীক গ্রহণ করেন ফরিদগঞ্জ আসনের প্রার্থী মাও. বিল্লাল হোসাইন মিয়াজী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার থেকে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে দাঁড়িপাল্লার প্রতীক গ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।
বুধবার (২১ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে এক মতবিনিময় সভা ও প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়।
প্রতীক বরাদ্দ গ্রহণকালে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনুস হেলাল ও সেক্রেটারী মো. সাখাওয়াত হোসেন। প্রতীক সংগ্রহ উপলক্ষে জেলা প্রশাসক ও রির্টানিং কার্যালয়ের সামনে সকাল থেকেই চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের জামায়াতে ইসলমীর নেতাকর্মীরা উপস্থিত হন। প্রতীক গ্রহণশেষে দাঁড়িপাল্লার প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীকে নেতা-কর্মীরা সাথে নিয়ে আনন্দ মিছিল বের করেন।
সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।








