প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ২১:১৮
ফরিদগঞ্জে ধানের শীষের প্রার্থী লায়ন হারুনের ব্যস্ত সময় পার

কবর জিয়ারত, ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন, বিভিন্ন ওয়ার্ডে পথসভা, নারীদের সঙ্গে পথসভা ও গণসংযোগ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে ধানের শীষের মনোনীত প্রার্থী, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ।
মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) দুপুর থেকে সন্ধ্যা রাত পর্যন্ত লায়ন মো. হারুনুর রশিদ ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নে এই ব্যস্ত সময় পার করেন। এদিন প্রথমে তিনি ইউনিয়নের মানিক রাজ গ্রামে একটি মহিলা পথসভায় উপস্থিত হয়ে আসন্ন নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে বক্তব্য রাখেন।
পরে তিনি ৫ আগস্ট পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা শহীদ আব্দুল কাদির মানিকের কবর জিয়ারত করেন এবং তাঁর স্ত্রী ও সন্তানদের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া একই দিনে তিনি ইউনিয়নের বিভিন্ন প্রয়াত বিএনপি নেতার কবর জিয়ারত করে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।
একই দিনে তিনি ইউনিয়নের দেইচর, কৃষ্ণপুর, ইসলামপুর, রণবলিয়া, সরখাল রাজাপুর ও বালিথুবাসহ বিভিন্ন এলাকায় নারীদের সঙ্গে পথসভা করেন। এছাড়া তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিএনপির নির্বাচনী কার্যালয়ে উপস্থিত হয়ে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
তিনি বিভিন্ন ওয়ার্ডের দোকানের সামনে ও মিনি মার্কেটে থাকা ব্যবসায়ী, ভোটার ও পথচারীদের সঙ্গে সাক্ষাৎ করে কুশল বিনিময় করেন।
বিভিন্ন ভোটার, পথচারী ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময়কালে লায়ন মো. হারুনুর রশিদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন আপনাদের প্রিয় মানুষ। তাঁর সহধর্মিণী, দেশনেত্রী, প্রয়াত বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের আপামর জনগণের প্রিয় নেত্রী। তিনি গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে গত ১৭-১৮ বছর আন্দোলন করে গেছেন এবং বিনা অজুহাতে দীর্ঘদিন কারাভোগ করেছেন।
তিনি বলেন, গণতন্ত্র ও সঠিক ভোট প্রয়োগের মাধ্যমে নির্বাচিত সরকারের পক্ষে আপসহীন থাকার কারণে তিনি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কারাগারে অন্যায়ভাবে দিনাতিপাত করেছেন এবং ভোটাধিকারের সংগ্রামে চিকিৎসাবঞ্চিত অবস্থায় মৃত্যুবরণ করতে হয়েছে। আজ আমি আপনাদের কাছে সেই নেত্রীর চাওয়া-পাওয়ার হিসাব নিয়ে উপস্থিত হয়েছি।
লায়ন হারুন আরও বলেন, আপনারা যদি অতীতে জিয়াউর রহমান, খালেদা জিয়া, বিএনপি ও ধানের শীষকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই সব ভেদাভেদ ভুলে আগামী ১২ তারিখে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্যে ঝাঁপিয়ে পড়বেন। আমি কে, তা আপনাদের বিবেচ্য বিষয় নয়, আপনাদের বিবেচনায় রাখতে হবে গত ১৭ বছর ধরে গণতন্ত্রের জন্যে যে ত্যাগ স্বীকার করা হয়েছে, কোনো আক্রোশের কারণে ১৭-১৮ বছরের কষ্টের সময়কে জলাঞ্জলি দেয়া যাবে না।
তিনি ফরিদগঞ্জের বিএনপির নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্যে বলেন, ধানের শীষ মার্কা আপনাদের হৃদয়ে আঁকড়ে আছে। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিতে ভুল করবেন না।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব ও জেলা যুবদলের সদস্য আব্দুল মতিন, ২নং বালিথুবা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন মিয়াজি, জেলা যুবদলের সদস্য ফজলুল হক, শাহ মোহাম্মদ ইকবাল লিটনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।








