সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১৯:৪৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর মনোনয়নপত্র বাছাই

চাঁদপুরের পাঁচটি আসনে ৪৬ জনের মধ্যে ২৮ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১৭ জনের বাতিল, একজনের প্রত্যাহার

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
চাঁদপুরের পাঁচটি আসনে ৪৬ জনের মধ্যে ২৮ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ চাঁদপুরের পাঁচটি আসনে দাখিলকৃত মনোনয়ন যাচাই-বাছাইতে ৪৬ জনের মধ্যে ২৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ১৭ জনের মনোনয়নপত্র। ১ জন করেছেন প্রত্যাহার। তবে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে।

শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়ন ফরম বাছাই পর্ব সম্পন্ন হয়। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার এই বাছাই পর্ব সম্পন্ন করেন। চাঁদপুর-১ (কচুয়া) থেকে শুরু করে পর্যায়ক্রমে জেলার পাঁচটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ ও অবৈধদের নাম ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।

এ সময় জেলা নির্বাচন অফিসার মো. জিয়াউর রহমান খলিফা, জেলা পুলিশের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবীরসহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত সকল প্রার্থীর মনোনয়ন বৈধ হয়।

আর হলফনামায় স্বাক্ষর না থাকা, স্বতন্ত্র প্রার্থীদের ১শতাংশ ভোটার তালিকায় গরমিল ও ঋণ খেলাপির কারণে জেলার পাঁচটি আসনের মোট ১৭ জনের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়।

উল্লেখ্য, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি সোমবার থেকে ৯ জানুয়ারি শুক্রবার পর্যন্ত।

আপিল নিষ্পত্তির তারিখ ১০ জানুয়ারি শনিবার থেকে ১৮ জানুয়ারি রোববার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি মঙ্গলবার। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি বুধবার।

ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়