শুক্রবার, ০২ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১৮:৪০

খালেদা জিয়ার জানাজায় শেখ ফরিদ আহমেদ মানিকসহ চাঁদপুরের বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
খালেদা জিয়ার জানাজায় শেখ ফরিদ আহমেদ মানিকসহ চাঁদপুরের বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে।

বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউতে এমন চিত্র দেখা যায়। বুধবার বেলা ৩টা বেজে ৩ মিনিটে খালেদা জিয়ার জানাজার নামাজ শুরু হয়। ৩টা বেজে ৫ মিনিটে জানাজা সম্পন্ন হয়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক খালেদা জিয়ার জানাজা পড়ান।

জানাজায় অংশ নিতে মানুষের ঢল নামে। বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজার এই নামাজে শরিক হন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

এছাড়া চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. বাবর বেপারী, সাধারণ সম্পাদক জসিম মেহেদী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, যুবদল নেতা (রাজরাজেশ্বর) মো. কবির চোকদারসহ অন্য নেতাকর্মীবৃন্দকে জানাজায় উপস্থিত থাকতে দেখা যায়।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশপাশ এলাকায় সকাল থেকেই জড়ো হতে থাকে বিপুল সংখ্যক মানুষ।

সরেজমিনে দেখা যায়, সংসদ ভবন এলাকা ছাড়িয়ে যায় জানাজা। সংসদ ভবন এলাকা থেকে রাজধানীর কারওয়ান বাজার পর্যন্ত সড়কে বিপুল মানুষ জানাজায় অংশ নেন। এ ছাড়া আসাদ গেট থেকে মোহাম্মদপুর টাউন হলের কাছাকাছি পর্যন্ত, আগারগাঁও মেট্রো স্টেশন থেকে শিশু মেলার (শ্যামলী) কাছাকাছি পর্যন্ত এলাকার সড়কসমূহে বিপুল মানুষ জানাজায় অংশ নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়