প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ২২:২০
ফ্যাসিবাদ, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনে ঐক্যের আহ্বান জানাই
----------মাও. বিল্লাল হোসাইন মিয়াজী

ফ্যাসিবাদ, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ফরিদগঞ্জ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী, কেন্দ্রীয় নেতা ও জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।
|আরো খবর
সোমবার (১০ ডিসেম্বর ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের মুন্সিরহাট বাজার বালুর মাঠে ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। আমরা সবসময় নির্বাচনের জন্যে প্রস্তুত। তবে তার আগে একটি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে। বিগত নির্বাচনে দেশের সাধারণ জনগণ, বিশেষ করে প্রায় ৪ কোটি তরুণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।
বিশেষ অতিথির বক্তব্যে ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনুছ হেলাল বলেন, আসন্ন নির্বাচনে মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীর বিজয় নিশ্চিত করতে দলের সর্বস্তরের নেতা-কর্মীকে কাজ করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি মো. বেলায়েত হোসেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা সিদ্দিকুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা শাখার সদস্য ফারুকুল ইসলাম।
সভাপতিত্ব করেন সুবিদপুর পশ্চিম ইউনিয়নের আমীর মাওলানা সাখাওয়াত হোসেন। সমাবেশে এলাকার বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা একটি ন্যায়ভিত্তিক সমাজ ও সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠার জন্যে সংগঠিত আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।
সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।






