বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৫

বিএলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন সেলিম, পেলেন ধানের শীষ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
বিএলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন সেলিম, পেলেন ধানের শীষ

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিএনপি থেকে ধানের শীষের মনোনয়ন দেয়া হয়েছে বিএলডিপির সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমকে। তিনি বিএলডিপি বিলুপ্ত ঘোষণা করে বিএনপিতে যোগদান করার পরই তাকে নমিনেশন দেওয়া হয়। সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি'র সর্বোচ্চ নীতি নির্ধারণী স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী এক জনাকীর্ণ সমাবেশে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে শাহাদাত হোসেন সেলিমকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

উল্লেখ্য যে,গত কয়েকদিনে দেশের ২৭৩ টি আসনে বিএনপি'র মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। ফলে এই আসনের দলীয় নেতা, কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের মাঝে জল্পনা কল্পনার শেষ ছিলো না। শেষ পর্যন্ত রামগঞ্জে বিএনপির মনোনয়নের খবর পৌঁছলে নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা দেখা দেয়। অনেককে মিষ্টি বিতরণ করতেও দেখা গেছে। অন্যদিকে ঢাকা দক্ষিণ বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক কমিশনার এবং লক্ষ্মীপুর -১ (রামগঞ্জ) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মো. হারুনুর রশিদ বলেন, শাহাদাত হোসেন সেলিম আজকে মাত্র দলে যোগ দিয়েছেন আর আমি দীর্ঘ দিন থেকেই দলের সাথে জড়িত। আমি হামলা মামলা এবং জেল খেটেছি। আমিই এই আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশা করছি। আমি সাধারণত জানি, দলের মহাসচিব বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনয়ন ঘোষণা করেন। কিন্তু তাকে তো মহাসচিব বা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা দেননি। আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের ঘোষণার অপেক্ষায় আছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়