সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ২৩:০১

রামগঞ্জে বিএলডিপি নেতার বিরুদ্ধে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
রামগঞ্জে বিএলডিপি নেতার বিরুদ্ধে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএলডিপি নেতা শাহাদাত হোসেন সেলিমের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কার্যক্রমের বিরুদ্ধে বেআইনী ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর

উদ্যোগে রোববার (১২ অক্টোবর ২০২৫) বিকেলে রামগঞ্জ শহরস্থ মোহাম্মদীয়া সুইটস এন্ড রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রামগঞ্জ উপজেলা জামাতের আমীর মো: নাজমুল হাসান পাটওয়ারীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. এমরান হোসেন। বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট হাসান বান্না, সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল ইলিয়াস প্রমুখ।

বক্তারা বলেন, শাহাদাত হোসেন সেলিম (১১ অক্টোবর) শনিবার রামগঞ্জ বিএনপির স্থানীয় একটি সভায় বলেন, জামায়াতের মহিলা বিভাগের কার্যক্রম সম্পূর্ণ বেআইনী, অগণতান্ত্রিক, তারা ধর্মের লেবাস পরে মানুষকে বিভ্রান্ত করছে। তিনি আরও বলেন, যারা ধর্মের দোহাই দিয়ে, বেহেশতের দোহাই দিয়ে বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের ভুল বুঝাচ্ছেন, তাদেরকে প্রতিহত করুন। যেখানে এ ধরনের কার্যক্রম করবে সেখানেই ১৪৪ ধারা জারি করবেন । কেউ দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইলে সাথে সাথে তার জিহবা টেঁনে ছিড়ে ফেলবেন।

বক্তারা বলেন, তাঁর উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশের আইন ও গণতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থী। আমরা তার এ ধরনের হীন, হিংসাত্মক, ও নীচ মন-মানসিকতার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে এ ধরনের বক্তব্যের জন্যে তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়া ও বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়