প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ২২:৩৬
স্থানীয় পত্রিকার সম্পাদকবৃন্দের সাথে জেলা জামায়াতের মতবিনিময়
জামায়াতকে ভোট দিলে জান্নাত নিশ্চিত' এমন কথা কোন্ নেতা বলেছে, সেটার প্রমাণ আছে কি?
----------মাও. বিল্লাল হোসাইন মিয়াজী

'
|আরো খবর
২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তীতে চাঁদপুর প্রেসক্লাবে এই প্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে চাঁদপুর প্রেসক্লাবে স্থানীয় পত্রিকার সম্পাদক ও প্রকাশকগণের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। প্রাণবন্ত পরিবেশে বুধবার (১২ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত এ সভায়
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। 'জামায়াতকে ভোট দিলে জান্নাত নিশ্চিত' এমন কথা জামায়াতের কোন্ নেতা কোথায় কখন বলেছে সেটার কোনো প্রমাণ কারো কাছে আছে কি? এ প্রসঙ্গে তিনি মোবাইল স্ক্রীনে কিছু ছবি দেখিয়ে বলেন, ফেসবুকে এআই (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স)-এর মাধ্যমে আমীরে জামায়াতের ছবি দিয়ে যেভাবে তাঁকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালানো হয়, সেটা তো শয়তানও বিশ্বাস করবে না। তিনি বলেন, এই দেশ আমাদের দেশ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, বিদেশের হস্তক্ষেপ মোকাবেলায় জামায়াত অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে এবং ইসলামী শাসন কায়েম করবে, যেখানে মুসলমান ছাড়াও অন্য ধর্মের প্রতিটি লোকের নিরাপত্তা নিশ্চিত করা হবে। নিকট অতীতেই সে নিরাপত্তার দৃষ্টান্ত জামায়াত উপস্থাপন করতে সক্ষম হয়েছে।
তিনি আরো বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ স্বরূপ। সাংবাদিকদের মাধ্যমে আমরা ঘুম থেকে উঠেই সকল তথ্য জানতে পারি। আমরা প্রত্যাশা করি, ঘটনা যাই ঘটুক না কেনো, জনগণ যাতে সঠিক তথ্য পায়।
সভায় সাংবাদিকদের উন্মুক্ত প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে ধর্মভিত্তিক আটটি দলের সাথে আসন সমঝোতায় জামায়াত কোনো কৃপণতা করবে না। যেখানেই কেন্দ্রীয়ভাবে আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হবে, তাতে আমরা কোনো প্রকার প্রশ্ন ছাড়াই তা মেনে নিবো।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদ গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি না পেলে জুলাই যোদ্ধারা বিপদে পড়বে। তাই গণভোট বাস্তবায়নে জামায়াত অনড় থাকবে। আমরা মনে করি, নির্বাচন বিলম্ব হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে, তাই ফেব্রুয়ারির ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন প্রত্যাশা করি। তবে এর আগেই গণভোট করে জুলাই সনদকে স্বীকৃতি দিতে হবে।
জেলা জামায়াতের সেক্রেটারি, চাঁদপুর-৩ আসনে এমপি প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে এমপি প্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী ।
পত্রিকা সম্পাদকগণের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক শপথের সম্পাদক কাদের পলাশ, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসেন পাটওয়ারী, দৈনিক মেঘনাবার্তার সম্পাদক ও প্রকাশক গিয়াস উদ্দিন মিলন, চাঁদপুর দর্পণের সম্পাদক শরীফ চৌধুরী, সাপ্তাহিক চাঁদপুর সকালের সম্পাদক মোশাররফ হোসেন লিটন, প্রভাতী কাগজের সম্পাদক ও প্রকাশক আব্দুল আউল রুবেল, দৈনিক চাঁদপুর প্রবাহের যুগ্ম সম্পাদক আল ইমরান শোভন, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট শাহজাহান খান, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার সভাপতি জাহিদুল ইসলাম, জেলা শাখার সভাপতি ইব্রাহিম খলিল সহ জামায়াতের অন্য নেতৃবৃন্দ।
বিল্লাল মিয়াজী তাঁর বক্তব্যে আরো বলেন, আমরা জামায়াতে ইসলামীর প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত ভালোবাসা লক্ষ্য করছি। আমরা প্রত্যাশা করি, জামায়াতের নেতৃত্বেই আমরা আগামী নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবো। আর এ যাত্রায় সাংবাদিকরা আমাদের সাথে থাকবেন। আমরা অনুরোধ করবো, সাংবাদিকেরা সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন।
জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, আমরা লক্ষ্য করেছি মানুষের মাঝে চিন্তার পরিবর্তন এসেছে, মানুষ রাজনৈতিক সচেতন হয়েছে। মানুষের সেই চিন্তাকে, সেই সচেতনতাকে বাস্তবে রূপ দিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জুলাই বিপ্লবের পর সাংবাদিকদের কোনো বাধা নেই, কারো চোখ রাঙ্গানিকে এখন আর সাংবাদিকদের ভয় করা চলবে না।
তিনি আরো বলেন, চাঁদপুরে শান্তিপূর্ণ অবস্থান অব্যাহত রাখতে জামায়াত দৃঢ়প্রতিজ্ঞ। চাঁদপুর-৩ আসনে
নির্বাচিত হলে তিনি চাঁদপুরের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিশুপার্ক নির্মাণ, জেলেদের বিকল্প কর্মসংস্থান, তরুণদের কর্মসংস্থান, বিসিক শিল্প নগরীর উন্নয়ন সহ শান্তিপূর্ণ সহাবস্থানের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি অতীতে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবার সময় চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ সকল সাংবাদিকের স্বতঃস্ফূর্ত সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অনুরূপ সহযোগিতার আহ্বান জানান।








