রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১৯:৫৫

হাজীগঞ্জে ৫ শতাধিক রোগী পেলাে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে ৫ শতাধিক রোগী পেলাে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

হাজীগঞ্জে ৫ শতাধিক রোগী পেলাে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা। এদের মধ্যে দেড় শ' রোগীকে অপারেশনের জন্যে চাঁদপুর শহরস্থ মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গত ৮ বছর ধরে চলমান এই মানবিক কাজটির আয়োজন করে আসছে চাঁদপুর শহরের ফেমাস স্পেশালাইজড হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউনুস উল্যাহ।

শনিবার (৮ নভেম্বর ২০২৫) হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের আহাম্মদপুর গাউছিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা ক্যাম্পাসে দিনব্যাপী এ সেবায় মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসকদের সহায়তায় ও ইউনুস উল্যাহর ছেলে ওজায়ের ইবনে ইউনুসের জন্মদিন উপলক্ষে চিকিৎসাসেবা, ঔষধ ও চশমা প্রদান করা হয়েছে। এর মধ্যে অপারেশনযোগ্য দেড় শতাধিক রোগীকে অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।

অনুষ্ঠান উদ্বোধনপূর্ব আলোচনা সভায় সভাপ্রধানের দায়িত্ব পালন করেন আহাম্মদপুর গাউছিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন সেলিম। বক্তব্য রাখেন মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার মো. আবু জাফর ও কাঁকৈরতলা জনতা কলেজের প্রভাষক মোজাম্মেল হক কাজল।

মো. ইউছুফের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন হাফেজ মো. কামরুল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মো. ইউনুস উল্যাহ জানান, প্রত্যন্ত অঞ্চলের অসচ্ছল মানুষকে চিকিৎসা দেওয়ার লক্ষ্যে গত ৮ বছর ধরে আমরা বিনামূল্যে এ সেবা দিয়ে আসছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দিয়েছি। অপারেশনে নেয়াসহ সবার ব্যয়ভার আমরা বহন করবো। রোগীদেরকে চিকিৎসা শেষে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়