প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ২১:৫৭
তরপুরচণ্ডী ইউনিয়নে হাতপাখা প্রতীকের পক্ষে ইসলামী ছাত্র আন্দোলনের গণসংযোগ

চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নে হাতপাখা প্রতীকের পক্ষে ইসলামী ছাত্র আন্দোলন সদর উপজেলা নেতৃবৃন্দ নির্বাচনী গণসংযোগ করেছেন। বুধবার (৫ নভেম্বর ২০২৫) বিকেলে চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মদ জয়নাল আবেদীনের পক্ষে এ গণসংযোগ করা হয়।
ইসলামী ছাত্র আন্দোলনের চাঁদপুর সদর উপজেলা সভাপতি নাসিরুল্লাহ বাহাদুরের নেতৃত্বে নির্বাচনী গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন চাঁদপুর সদর উপজেলা সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ বায়েজিদ, প্রশিক্ষণ সম্পাদক আহমদ শফি তানভীর, অর্থ ও কল্যাণ সম্পাদক মোশারফ খান, ইউনিয়ন ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ ইয়াছিন গাজী।
নির্বাচনী গণসংযোগে ভোটারদের দ্বারে দ্বারে ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ মো. জয়নাল আবেদীনের হাতপাখা প্রতীকের লিফলেট তুলে দেন ছাত্র নেতৃবৃন্দ। এ সময় তারা বলেন, কল্যাণের পক্ষে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা হাতপাখা প্রতীক নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। ছাত্র-জনতার আন্দোলনের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেখানে আর কোনো দুর্নীতি, বৈষম্য ও চাঁদাবাজদের স্থান হবে না। যতদিন পর্যন্ত দুর্নীতিমুক্ত, ইনসাফ ভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণ না হবে, ততদিন পর্যন্ত আমরা কাজ করে যাবো।
ছাত্র নেতারা বলেন, পুরানো বন্দোবস্তের মাধ্যমে এই দেশে উন্নয়ন, সমৃদ্ধি আর শান্তি আসতে পারে না। তাই আগামীর বাংলাদেশ নতুন বন্দোবস্তের মাধ্যমে গঠন করতে হবে।








