প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১৯:৫৬
লগি-বৈঠার নির্মম আঘাতে শহীদদের স্মরণে
মতলবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা ও দোয়া

মতলব দক্ষিণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর শাখার আয়োজনে ইতিহাসের কালো অধ্যায় লগি-বৈঠার নির্মম আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টেবর ২০২৫) বিকেলে মতলব কমিউনিটি সেন্টারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতলব দক্ষিণ উপজেলার আমির আব্দুর রশিদ পাটোয়ারী।
|আরো খবর
মতলব পৌরসভার সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী মো. কবির হোসেন দেওয়ানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব পৌরসভার শূরা সদস্য ও প্যানেল ওস্তাদ মাওলানা মো. আব্দুল মালেক, শূরা সদস্য মো. আনোয়ার হোসেন, মো. খালিদ সাইফুল্লাহ, যুব জামায়াতের সেক্রেটারী এ.এম. ইদ্রিছ খান, ১নং ওয়ার্ডের সভাপতি আবু সাঈদ প্রমুখ।
এ সময় উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







