প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৩
চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় ছাত্রদলের নবগঠিত কলেজ ও মাদ্রাসা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
তোমাদের নিয়ে বিভিন্ন পাড়া-মহল্লাতে আমাদের কাজ করতে হবে ----শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর সদর উপজেলা ও হাইমচর উপজেলার অন্তর্গত ছাত্রদলের নবগঠিত সকল কলেজ ও মাদ্রাসা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) সকালে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
|আরো খবর
তিনি আরো বলেন, অনেক মেধাবী ছাত্র-ছাত্রী আছে, যার বাবা রিক্সা চালান, সন্তান ডাক্তারি পড়ছে। আমাদের মধ্যে এ রকম মেধাবী আছে। তোমরা যদি সেই সামাজিক কাজগুলো করো, তাহলে তোমরাও আগাতে পারবে। তোমাদের নিয়ে বসার এটাই মূল উদ্দেশ্য।
তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন। তোমাদের নিয়ে বিভিন্ন পাড়া-মহল্লাতে আমাদের কাজ করতে হবে। ছাত্র-ছাত্রীরা একজন ভোটারের কাছে যেভাবে ভোট চাইবে, অন্যরা সেভাবে চাইতে পারবে না। তোমাদের কথায় সাধারণ ভোটারদের মন অনেক নরম হবে।
সভায় আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সকল কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ প্রদান করা হয়। জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমান হোসেন গাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন পাটওয়ারীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, মেহেদী হাসান শাকিল, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, সাধারণ সম্পাদক পারভেজ খান, পৌর ছাত্রদলের সভাপতি আশেকুর রহমান শিপন, সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীসহ চাঁদপুর সদর উপজেলা ও হাইমচর উপজেলার অন্তর্গত নবগঠিত ২৯টি কলেজ ও মাদ্রাসা ছাত্রদলের নেতৃবৃন্দ।