প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৮
ইসলামী আন্দোলনের ওয়ার্ড সম্মেলনে বিএনপির অতর্কিত হামলার অভিযোগ
'দলীয় সন্ত্রাসীদের বিএনপি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে পরিস্থিতি শুভ হবে না'

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা সভাপতি ডা. বেলাল হোসাইন ও সেক্রেটারি মাওলানা মজিবুর রহমান শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নস্থ ৩নং ওয়ার্ড ইসলামী আন্দোলন বাংলাদেশের শান্তিপূর্ণ সম্মেলনে বিএনপির ওয়ার্ড সভাপতি হান্নান তালুকদার ও সাধারণ সম্পাদক সোলেমান পাটওয়ারীর নেতৃত্বে অতর্কিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
|আরো খবর
প্রতিবাদ বার্তায় নেতৃদ্বয় বলেন, শান্তিপূর্ণ ওয়ার্ড সম্মেলনে বিএনপির অতর্কিত হামলায় আমরা বিস্মিত, হতবাক, ক্ষুব্ধ ও মর্মাহত। চব্বিশের গণঅভ্যুত্থানের পর এ যাবতীয় হামলা আমাদেরকে ফ্যাসিবাদের নির্যাতন ও নির্মমতাকে স্মরণ করিয়ে দেয়। বিএনপিকে মনে রাখতে হবে, রাষ্ট্রযন্ত্রের ব্যবহার ও দলীয় গুণ্ডাবাহিনী দিয়েও জনতার রোষানল থেকে পতিত সরকার টিকে থাকতে পারে নি। আমরা বিএনপির ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি নজর রাখছি। এ হামলা নিয়ে তারা কী ব্যবস্থা নেন সেটি দেখার অপেক্ষায় আছি আমরা।
নেতৃবৃন্দ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানান।