সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৬

চেম্বার আদালতের রায়ে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন

হাইকোর্টের আদেশ স্থগিত—ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই

বিশেষ সংবাদদাতা
হাইকোর্টের আদেশ স্থগিত—ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই
ছবি : সংগৃহীত

ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৫ — ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ চেম্বার (অ্যাপিলেট) আদালতে স্থগিত করা হয়েছে। এর ফলে নির্বাচনে কোনো আইনগত বাধা রইল না

চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব হাইকোর্টের আদেশ স্থগিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অ্যাপিলেট বিভাগের অধিকতর শুনানির জন্য leave-to-appeal আবেদন দাখিলের নির্দেশ দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের জানান, চেম্বার আদালতের স্থগিতাদেশ পাওয়ার পর “এই মুহূর্তে ডাকসু নির্বাচন পরিচালনায় কোনো বাধা রইল না” এবং প্রচারণা চালানো সম্ভব।

এর আগে বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস.কে. তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ নির্বাচন কার্যক্রম স্থগিত করেছিলেন। তফসিল অনুযায়ী ভোট গ্রহণের দিন ধার্য ছিল ৯ সেপ্টেম্বর। এখন আদেশ স্থগিত হওয়ায় নির্বাচন আয়োজনের প্রস্তুতি দ্রুত এগোতে পারবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্ধারিত তারিখেই নির্বাচন আয়োজনের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হবে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়