প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ২৩:০০
আগামী নির্বাচনে মানুষের ভরসা বিএনপি .......সাবেক এমপি মো. হারুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশিদ বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাঁর নিজের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়বাদী দল। তাই গত দেড় যুগে বিএনপির কোটি কোটি নিবেদিতপ্রাণ নেতা-কর্মী ও সমর্থকরা শত নিপীড়ন নির্যাতন সহ্য করেও রাজনীতির মাঠে ছিলো। কোনো ঝড়ই বিএনপিকে টলাতে পারেনি। কিন্তু ৫ আগস্ট নামক ঝড় আওয়ামী লীগকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে। তাদের নেত্রীসহ অনেকেই এখনো তাদের প্রভু ভারতের আশ্রয়ে পালিত। অপরদিকে বিপরীত চিত্র বিএনপিতে। ১৮ বছরের ঝড় সামাল দিয়ে বিএনপি আজ নতুন বাংলাদেশের সবচেয়ে বড়ো শক্তি। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষের ভরসার স্থল বিএনপি। ধানের শীষে ভোট প্রদানের মাধ্যমে তার পূর্ণতা দেবে জনগণ। আমি দলের একজন কর্মী হিসেবে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিএনপির ৩১ দফার কথা পৌঁছে দিচ্ছি।
|আরো খবর
রোববার (৩১ আগস্ট ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
গণসংযোগ ও পথসভায় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টুটুল পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, সোহেল খান, বিএনপি নেতা সেলিম পাটওয়ারী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক পেয়ার আহাম্মদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম মাহমুদ রাঢ়ী, ছাত্রদল নেতা মনির হোসেন, হোসেন আহাম্মদ প্রমুখ।
এ সময় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া তিনি দিনব্যাপী গণসংযোগ ও পথসভার পাশাপাশি ইউনিয়ন বিএনপির প্রয়াত নেতৃবৃৃন্দের কবর জিয়ারত করেন এবং আপামর জনগণের সাথে কথা বলে বিএনপির ৩১ দফার পক্ষে থাকার ও ধানের শীষের পক্ষে কথা বলার আহ্বান জানান।