সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১২:২৭

রায়পুরে তরুণীকে আটকে রেখে ধর্ষণ, অভিযুক্ত জয় কুড়ি পলাতক

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রায়পুরে তরুণীকে আটকে রেখে ধর্ষণ, অভিযুক্ত জয় কুড়ি পলাতক

লক্ষ্মীপুরের রায়পুরে এক তরুণী (১৪)কে তুলে নিয়ে জেলা শহরের একটি বাসায় সাতদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে জয় কুড়ি (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে । এ ঘটনায় শনিবার (৩০ আগস্ট ২০২৫) মামলা রেকর্ড করে রায়পুর থানা পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত জয় কুড়িসহ তিনজনকে খুঁজছে পুলিশ।

রোববার (৩১ আগস্ট ২০২৫) সকালে রায়পুর থানায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিল্টন সাংবাদিকদের এ খবর জানান। তিনি বলেন, ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

অভিযুক্তরা ওই তরুণীকে শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় রায়পুর শহরের মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ফেলে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী তরুণী নিজেই। ওই তরুণী বর্তমানে রায়পুর সরকারি হাসপাতালের ডাক্তারের পরামর্শে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ২৫ আগস্ট সন্ধ্যায় বাসার সামনে থেকে তরুণীর মুখে রুমাল চেপে মাইক্রোতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় দুষ্কৃতকারীরা। সেখানে তরুণীকে সাতদিন আটকে রেখে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করে শহরের পুর্বলাচ গ্রামের কামাল ভুইয়া সড়কের হনার বাড়ির স্বর্ণ ব্যবসায়ী অনন্ত কুড়ির ছেলে জয় কুড়িসহ ৩-৪ জন ব্যক্তি। এ ঘটনায় জয় কুড়ির খোঁজে তাদের বাড়িতে গেলে তার পিতা ও মাতা খারাপ আচরণ করেন।

পরবর্তীতে শনিবার (৩০ আগস্ট) রায়পুর শহরে মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে তরুণীটিকে অসুস্থ অবস্থায় ফেলে পালিয়ে যায়। একজন পথচারী তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে যান। পরে তার অভিভাবক ডাক্তারের পরামর্শে তাকে বাসায় নিয়ে যান।

পুর্বলাচ এলাকাবাসী জানান, অভিযুক্ত জয় কুড়ি তার বাবার সাথে শহরে স্বর্ণ ব্যবসায় সহযোগিতা করে। দোকানে যে কোনো সুন্দরী তরুণী আসলে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে তাদের সর্বনাশ করে। এই মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে সবর্নাশ করে দিলো।

এস আই মিল্টন বলেন, তরুণীর করা আদালতের মামলাটি রেকর্ড করা হয়েছে। নির্যাতিত তরুণীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মামলার আসামি বখাটে জয় কুড়িসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়