প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ২১:৪২
কল্যাণপুর ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন
ফ্যাসিস্ট আওয়ামী লীগ উন্নয়নের নামে লুটপাট করেছে ------শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের ১, ২ ও ৪নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
রোববার (৩১ আগস্ট ২০২৫) বিকেলে উত্তর দাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি বলেন, গত ১৫ বছর কল্যাণপুর ইউনিয়নে এতো উন্নয়ন হয়েছে যে, রাস্তায় মোটরসাইকেল চলাচল করতে গিয়ে বালুতে আটকে যায়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ উন্নয়নের নামে লুটপাট করেছে। তারা আমাদের দলীয় কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। এতে আমাদের অনেক জরুরি কাগজপত্র নষ্ট ও পুড়ে যায়। তিনি দলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, ফ্যাসিবাদের কাউকে আশ্রয়-প্রশ্রয় দিবেন না।
ফ্যাসিবাদদের বাদ দিয়ে সদস্য সংগ্রহ করবেন। নারীরাও সদস্যপদ সংগ্রহ করবেন।কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হযরত আলী ঢালী, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সাগর, অ্যাড. তাফাজ্জল হোসেন, সদস্য মোশারফ হোসেন সিকদার, পীরজাদা বরকত উল্যাহ খান, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ খান, দপ্তর সম্পাদক মানিক কাজী প্রমুখ।