প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০০:৫৯
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মসজিদ থেকে যুবলীগ নেতা আ. সালাম পাঠান আটক
বাগাদীতে যুবলীগ নেতা আটক

সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পাঠান বাড়ির মসজিদ থেকে আ. সালাম পাঠান নামে এক যুবলীগ নেতা আটক হয়েছে।
|আরো খবর
শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) জুমার নামাজ শেষে মুসল্লিরা চলে গেলে যুবলীগ নেতা আ. সালাম পাঠানের নেতৃত্বে মসজিদে ১৫ আগস্ট উপলক্ষে মিলাদ ও দোয়া পড়ানোর জন্য প্রস্তুতি নেয়। এ সময় লোকজন খবর পেয়ে চলে এসে আ. সালাম পাঠানকে আটক করে।
পরে মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ আ. সালাম পাঠানকে থানায় নিয়ে যায়।
একটি সূত্র জানায়, গত বছর জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর আ. সালাম পাঠান হামলা চালায়। এমনকি জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসায় হামলার সঙ্গে জড়িত বলে জানা যায়।
ডিসিকে/এমজেডএইচ