প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ২১:২৯
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন বাংলাদেশের অফুরন্ত এক সম্পদ
----------------- অ্যাড. মো. শাহজাহান মিয়া

প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) বাদ মাগরিব শহরের নিউ ট্রাক রোড দারুস সালাম ইসলামিক সেন্টারে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
|আরো খবর
সভায় সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান। শহর জামায়াতের সেক্রেটারী শেখ মো. বেলায়েত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহ-সেক্রেটারি মো. সবুজ খান, মো. গোলাম মাওলা, মো. ওমর ফারুক প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দারুস সালাম জামে মসজিদের খতিব মাওলানা সোহেল আহমদ চিশতী। তিনি আরও বলেন, আল্লামা সাঈদী কোরআন ও হাদিসের আলোকে রাষ্ট্র পরিচালনার প্রয়োজনীয়তা সর্বদা তুলে ধরেছেন। ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়বিচারের ক্ষেত্রে তিনি ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর কর্মতৎপরতা দেশের মানুষের জন্যে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
আলোচনা সভায় অন্যান্য বক্তাও আল্লামা সাঈদীর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তাঁর তাফসির, দাওয়াতি কার্যক্রম ও নির্ভীক বক্তব্য লক্ষ, কোটি মানুষের হৃদয়ে ইসলামী চেতনার আলো ছড়িয়ে দিয়েছে। তাঁরা আরও বলেন, জাতির ইতিহাসে আল্লামা সাঈদীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।