প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ২১:০৯
নারায়ণপুর বাজারে নির্মাণ শিল্পীদের নিয়ে আশা সিমেন্টের মতবিনিময় সভা

মতলব দক্ষিণে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের আশা সিমেন্টের গুণগত মান নিয়ে ডিলার, ব্যবসায়ী, স্থানীয় কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর ও নির্মাণ শিল্পীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
বুধবার (১৩ আগস্ট ২০২৫) সন্ধ্যায় উপজেলার নারায়ণপুর বাজারে নূর ম্যানশনের দ্বিতীয় তলায় আশা সিমেন্ট কোম্পানির ব্যবস্থাপনায় এবং আশা সিমেন্টের মতলব দক্ষিণ উপজেলার এক্সক্লুসিভ ডিলার আল আকসা ট্রেডার্সের সার্বিক সহযোগিতায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় আশা সিমেন্টের এক্সক্লুসিভ ডিলার আল আকসা ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুর রাজ্জাক রাজিকিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির কুমিল্লা জোনের রিজিওনাল হেড আলী রেজা মোহাম্মদ তালহা।
আশা সিমেন্টের সিনিয়র মার্কেটিং অফিসার এসএম আসাদুজ্জামান দিপুর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সহ-সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এমএ আজিজ ঢালী, আশা সিমেন্টের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার আশিকুর রহমান, স্থানীয় কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, আবু বকর সিদ্দিক, নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মনজুরুল ইসলাম মঞ্জু পাটোয়ারী।অতিথিরা তাদের নিজ নিজ অবস্থান থেকে আশা সিমেন্টের গুণগত মান সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য পেশ করেন। মতবিনিময় সভা শেষে নির্মাণ শিল্পীদের রাতের ডিনার ও আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকা থেকে অবকাঠামো নির্মাণ কাজে নিয়োজিত নির্মাণ শিল্পীরা (রাজমিস্ত্রী) উপস্থিত ছিলেন।