বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১৩:১৪

কচুয়ায় ১৬টি পরিবারকে ঢেউটিন ও সহায়তার চেক বিতরণ

মো. নাছির উদ্দিন
কচুয়ায় ১৬টি পরিবারকে ঢেউটিন ও সহায়তার চেক বিতরণ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় কচুয়ার বিভিন্ন ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র ও অসহায় ১৬টি পরিবারের মাঝে বসতঘর পুনঃ নির্মাণের জন্যে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় প্রতিটি পরিবারের মাঝে দু বান্ডেল ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে নিহত একজন ব্যক্তির পরিবারকে পনেরো হাজার টাকা এবং সাচার বাজারে গাড়ি দুর্ঘটনায় আহত সাচার আল-কোরআন একাডেমি হাফিজিয়া মাদ্রাসার একজন এতিম ছাত্রকে দশ হাজার টাকার চেক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাহিদ ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা ও সাচার ইউনিয়নের প্রশাসক মো. জহিরুল ইসলাম ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।অসহায় উপকারভোগীরা ঢেউটিন ও আর্থিক সহায়তা পেয়ে উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়