প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ২১:২৬
হাজীগঞ্জ-শাহরাস্তি নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ..... আনোয়ার হোসেন খোকন

হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে ভার্চুয়ালি মতবিনিময় সভায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেছেন, একটি গোষ্ঠী নির্বাচনকে ভয় পায়। তারা জনগণের রায়ে বিজয়ী হতে পারবেন না বুঝতে পেরে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
|আরো খবর
সোমবার (২৮ জুলাই ২০২৫) রাতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, মনোনয়ন কে পাবে সেটি দেখার বিষয় নয়, আমাদের লক্ষ্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকা, দল যখন যে সিদ্ধান্ত নিবে সেই আলোকে কাজ করা। মনে রাখবেন, দল ক্ষতিগ্রস্ত হলে আমি আপনি সবাই ক্ষতিগ্রস্ত হবো। তাই সকল ভেদাভেদ ভুলে দলের সিদ্ধান্তের প্রতি আমাদের আস্থা রাখতে হবে।
মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ড. আলমগীর কবির পাটোয়ারী, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন খাঁন , চাঁদপুর জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. আবুল বাসার, বিএনপির নেতা দিলদার হোসেন কিসলু, সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, বিএম আহসান কলিমুল্লাহ, মনির হোসেন বিডিআর, শাহাদাত হোসেন মজুমদার ও ইয়াছির আরাফাত অনিক। শাহরাস্তি উপজেলা থেকে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী, সাহাদাত হোসেন, আলী হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, বিল্লাল হোসেন খোকন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, ছাত্র নেতা শাহজাহান সম্রাট, সাইফুল ইসলাম মানিক সহ বিএনপি যুবদল, ছাত্র দল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।