বুধবার, ৩০ জুলাই, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ২১:০৫

মতলব দক্ষিণে বাবার মৃত্যুর খবরে মারা গেলেন ছেলেও

অনলাইন ডেস্ক
মতলব দক্ষিণে বাবার মৃত্যুর খবরে মারা গেলেন ছেলেও

মতলব দক্ষিণ উপজেলায় বাবার মৃত্যুর খবর পেয়ে মারা গেছেন তার ছেলেও। সোমবার (২৮ জুলাই ২০২৫) মতলব দক্ষিণ উপজেলার উত্তর ডিঙ্গাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় একসঙ্গে জানাজা শেষে ওই বাবা ও ছেলেকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃতরা হলেন : একই এলাকার বাবা আবুল হাসেম খান (৬০) ও তার ছেলে সোলেমান খান (৩০)।

জানা যায়, উপজেলার উত্তর ডিঙ্গাভাঙ্গা গ্রামের সোলেমান খান নামে এক যুবক অসুস্থ হয়ে গত বৃহস্পতিবার ভর্তি হন চাঁদপুর জেনারেল হাসপাতালে। তারপর গত রোববার সন্ধ্যায় অসুস্থ হয়ে একই হাসপাতালে ভর্তি হন তার বাবা আবুল হাসেম খান।

সোমবার ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল হাসেম খান। বাবার মৃত্যুর সংবাদ শুনে চিকিৎসাধীন সোলেমান খান আরও অসুস্থ হয়ে পড়েন। বাবার মৃত্যুর ৪ ঘণ্টা পর সকাল ৯টায় মারা যান তিনিও।

অল্প সময়ের ব্যবধানে একই পরিবারের দুজনের মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এ দিকে সোমবার সন্ধ্যায় একসঙ্গে জানাজা শেষে বাবা ও ছেলেকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

স্বজনরা জানান, আবুল হাসেম খানের চার ছেলে ও তিন মেয়ের মধ্যে সোলেমান খান ছিলেন বড়ো। মতলব দক্ষিণ উপজেলা সদরের গাউছিয়া মার্কেটে সোলেমান খানের দর্জি দোকান ছিলো। তার আয়েই সংসার চলতো।

পরিবারে হঠাৎ করে এমন বিপর্যয় নিয়ে সোলেমান খানের ছোট ভাই শাহাজালাল খান বলেন, ‘এতো অল্প সময়ে বাবা ও বড়ো ভাইকে হারাইয়া ফালাইলাম। এই কষ্ট ও শোক ক্যামনে সহ্য করুম। কারণ, আমাগো বড়ো ভাইয়ের আয়েই সংসার চলতো।’

অন্যদিকে, বাবার পর ছেলের মৃত্যু সম্পর্কে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ আহমেদ বলেন, ‘ঘটনাটি জেনেছি। দুজনের মৃত্যু হয়েছে অসুস্থতাজনিত কারণে। তবে একটি পরিবারে পরপর এমন মৃত্যু সত্যি কষ্টেরও বটে।’ সূত্র : সময় টিভি অনলাইন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়