মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ২১:২৫

খালেদা জিয়া ও তারেক রহমানের ব্যানার-ফেস্টুন ভাংচুর ও হামলার ঘটনা

রহিমানগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি
রহিমানগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কচুয়ায় বিএনপি নেতাদের ছবিযুক্ত ব্যানার-ফেস্টুন ভাংচুর ও শ্রমিকদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই ২০২৫) রহিমানগর বাজারে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহসানুল হক মিলনের ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন ভাংচুর এবং শ্রমিক দল নেতা মাহবুব আলম খোকনের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে সোমবার (২৮ জুলাই ২০২৫) বিকেলে ওই এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন ড. মিলনপন্থী নেতা-কর্মী- সমর্থক ও অনুসারীগণ।

সমাবেশে বক্তব্য রাখেন ড. মিলন সমর্থিত উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ফারুকী, কচুয়া উত্তর অঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক শারফিন হোসাইন, মাহবুব আলম মৃধা, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত, সাধারণ সম্পাদক হাবিব উন নবী সুমন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ, সাধারণ সম্পাদক সম্রাট রইস উদ্দিন, সহ-সভাপতি আল আমিন ফাহাদ, পৌর ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম জাহিদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আজিজ আহমেদ, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম নজরুল ইসলাম সোহাগ প্রমুখ।

বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহসানুল হক মিলনের ছবিযুক্ত ব্যানার-ফেস্টুন ভাংচুর এবং শ্রমিক দল নেতা মাহবুব আলম খোকনের ওপর হামলার ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়