প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ২১:২৫
খালেদা জিয়া ও তারেক রহমানের ব্যানার-ফেস্টুন ভাংচুর ও হামলার ঘটনা
রহিমানগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কচুয়ায় বিএনপি নেতাদের ছবিযুক্ত ব্যানার-ফেস্টুন ভাংচুর ও শ্রমিকদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই ২০২৫) রহিমানগর বাজারে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহসানুল হক মিলনের ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন ভাংচুর এবং শ্রমিক দল নেতা মাহবুব আলম খোকনের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে সোমবার (২৮ জুলাই ২০২৫) বিকেলে ওই এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন ড. মিলনপন্থী নেতা-কর্মী- সমর্থক ও অনুসারীগণ।
|আরো খবর
বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহসানুল হক মিলনের ছবিযুক্ত ব্যানার-ফেস্টুন ভাংচুর এবং শ্রমিক দল নেতা মাহবুব আলম খোকনের ওপর হামলার ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।