প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১৩:৩৪
কে এই গাজী সালাউদ্দিন তানভীর?
৩০০ কোটির দুর্নীতি, পাঠ্যবই বাণিজ্য ও ডিসি নিয়োগে তদবির—দুদকের জালে আলোচিত তানভীর

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সাবেক যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর বর্তমানে দেশের আলোচিত এক নাম। পাঠ্যবই আমদানি, ডিসি নিয়োগে হস্তক্ষেপ, টেন্ডার সিন্ডিকেট ও সরকারি প্রভাব খাটিয়ে দুর্নীতির অভিযোগে তিনি দুদকের তদন্তের আওতায় এসেছেন।
|আরো খবর
দুদকের সাম্প্রতিক তদন্তে উঠে এসেছে, তানভীরসহ একটি চক্র ৩০০ কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করেছে শিক্ষা উপকরণ ও কাগজ আমদানির নামে।
পাঠ্যবই দুর্নীতি ও কমিশন বাণিজ্য
২০২৫ শিক্ষাবর্ষের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)–এর মাধ্যমে পাঠ্যবই মুদ্রণে কাগজ আমদানির ক্ষেত্রে একাধিক অনিয়ম পাওয়া গেছে।
দুদকের অনুসন্ধানে দেখা গেছে, তানভীরের প্রত্যক্ষ মধ্যস্থতায় একটি প্রভাবশালী ব্যবসায়িক সিন্ডিকেট প্রায় ৩৩ কোটি টাকার কমিশন ভাগাভাগি করেছে।
এই অনিয়মের পেছনে এনসিটিবি’র কয়েকজন কর্মকর্তা, একটি ছাপাখানার মালিক এবং শিক্ষা মন্ত্রণালয়ের কিছু অসাধু কর্মকর্তা জড়িত রয়েছে বলে প্রাথমিকভাবে চিহ্নিত হয়েছে।
ডিসি নিয়োগেও তদবির?
তানভীরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগে প্রভাব খাটানোর চেষ্টা করেছেন। একাধিক প্রশাসনিক সূত্র জানায়, তিনি স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে প্রভাব বিস্তার করেছেন।
এনসিপি থেকে সাময়িক বহিষ্কৃত এই নেতা ক্ষমতার বলয়ে থেকে সরকারি নিয়োগ ও প্রকল্প বরাদ্দে অবৈধ তদবির করে বিপুল অর্থ অর্জন করেছেন।
দুদকের তলব ও তদন্ত
দুদক তাকে ২০২৫ সালের মে মাসে তিনবার তলব করে। ১৫ মে, ২১ মে এবং ২৪ মে তার বিরুদ্ধে পাঠ্যবই দুর্নীতির কাগজপত্র ও আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য চাওয়া হয়।
তিনি দুদকের পরিচালক মো. রফিকুজ্জামানের নেতৃত্বে পরিচালিত জিজ্ঞাসাবাদে অংশ নিয়েছেন এবং তার ব্যাংক হিসাব, জাতীয় পরিচয়পত্র (NID) ও বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়েছে।
দল থেকে বহিষ্কার
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তাকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করেছে এবং কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
তানভীর এনসিপির অভ্যন্তরীণ গোপন সিন্ডিকেটের মাধ্যমে সরকারি পদে নিয়োগ ও অর্থ বাণিজ্যের অভিযোগে রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছেন।
বর্তমান অবস্থা
তানভীর বর্তমানে মিডিয়ায় দৃশ্যত চুপ রয়েছেন। তবে দুদকের অনুসন্ধান অব্যাহত রয়েছে এবং প্রয়োজনে তাকে আবারও তলব করা হবে বলে জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।
সংক্ষেপে:
- নাম: গাজী সালাউদ্দিন তানভীর
- পরিচয়: সাবেক যুগ্ম সদস্যসচিব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
- অভিযোগ: ৩০০ কোটি টাকার দুর্নীতি, পাঠ্যবই আমদানিতে অনিয়ম, ডিসি নিয়োগে তদবির
- দুদকের পদক্ষেপ: ৩ বার তলব, তদন্ত চলমান, ট্রাভেল বান ও এনআইডি জব্দের সুপারিশ
- দলীয় পদ: সাময়িক বহিষ্কৃত
এই অনুসন্ধানী প্রতিবেদন চলমান। পরবর্তী কিস্তিতে তানভীরের বিদেশে ব্যাংক হিসাব ও সম্পদ নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
ডিসিকে/এমজেডএইচ