রবিবার, ০৩ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৭

খালেদা জিয়ার ১৪তম কারামুক্তি দিবস

মাহবুবুর রহমান শাহীনের মিলাদ ও দোয়ার আয়োজন

স্টাফ রিপোর্টার
মাহবুবুর রহমান শাহীনের মিলাদ ও দোয়ার আয়োজন

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষ্যে চাঁদপুরে মাহবুবুর রহমান শাহীনের আয়োজনে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

১১ সেপ্টেম্বর শনিবার বিকেলে চাঁদপুর শহরের গুয়াখোলায় বিএনপি নেতা মাহবুবর রহমান শাহীন এর বাসভবনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া ও মিলাদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর বিএনপির সহসভাপতি হুমায়ুন কবীর, পৌর যুবদলের সাবেক আহবায়ক শাহিনুর বেপারী শানু, পৌর বিএনপি'র কোষাধ্যক্ষ কাইয়ুম খান, সহসাংগঠনিক সম্পাদক স্বপন চৌধুরী, সাবেক দপ্তর সম্পাদক ইউসুফ আলী, ১৫নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, জেলা যুবদলের সদস্য জুয়েল দেওয়ান, জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওসমান গণি জনি, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শামসুদ্দিন স্বপন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা দুলাল মিজি, মনির খন্দকার, সাবেক যুবদল নেতা রোকনউদ্দিন, জনু গাজী, আলমগীর, আবু আহমেদ, নজরুল ইসলাম সোহেলসহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন গুয়াখোলা মদিনা মসজিদের পেশ ইমাম মাওলানা শামসুদ্দিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়