মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ২৩:৫৩

কচুয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোহাম্মদ মহিউদ্দিন
কচুয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কচুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের অয়োজনে র‌্যালি ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি পৌর বাজার ও বাইপাস সড়ক প্রদক্ষিণ শেষে পার্টির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলামিন মোল্লার সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ ইমরান খানের সঞ্চালনায় অলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহ্বায়ক ও পৌরসভার দু’বারের সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-চাঁদপুর জেলা বিএনপি’র সদস্য সফিকুল ইসলাম রুবেল, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান পাঠান, যুগ্ম-আহ্বায়ক নাছির উদ্দিন মিলন, সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম, পৌরসভার বিএনপির আহ্বায়ক হাবিব উল্লাহ হাবিব ভেন্ডার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাজী মো. খোকন মিয়া, যুগ্ম-আহ্বায়ক ফখরুল ইসলাম, আব্দুস সালাম, সদস্য সচিব আমান উল্লাহ, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের (প্রস্তাবিত) সহ-সভাপতি মনির হোসেন ডলার, এ্যাড. শাহদাহাত হোসেন শাওন, সাধারন সম্পাদক নাছির মির্জা, যুগ্ম-সাধারন সম্পাদক হাকিম মুন্সী, মো. মহাসিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ হোসেন, সাধারন সম্পাদক রুবেল হোসেন,পৌর যুব দলের সভাপতি মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আল-আমিন হোসেন, সহ-সভাপতি মো. ইব্রাহিম খান, সাধারন সম্পাদক দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ মাস্টার, যুবদল নেতা আরিফুল ইসলাম অভি। উপজেলা ছাত্র দলের সভাপতি মোস্তফা কামাল, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক ফরহাদ পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক আবরার কুদ্দুস, পৌর ছাত্র দলের সভাপতি ইমাম হোসেন প্রমুখ। এ সময় উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী সমর্থক র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়