প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২১, ০০:৪১
মতলবে চেয়ারম্যান পদ প্রত্যাশীর সাথে ফ্রেন্ডস’৯৯ সামাজিক সংগঠনের মতবিনিময়
রেদওয়ান আহমেদ জাকির

মতলবে ফ্রেন্ডস’৯৯ সামাজিক সংগঠনের সদস্যদের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহাদাত হোসেন
মতলব উত্তর উপজেলাধীন ফতেপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী প্রত্যাশী কাতার প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহাদাত হোসেনের সাথে ফ্রেন্ডস’৯৯ সামাজিক সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় জিএফসি রেষ্টুরেন্টে আজ ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ফ্রেন্ডস’৯৯ সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
|আরো খবর
সভায় চেয়ারম্যান পদপ্রার্থী প্রত্যাশী মোঃ শাহাদাত হোসেন বলেন, সমাজের অবহেলিত মানুষদের নিয়ে কাজ করার আগ্রহে নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী প্রত্যাশী হয়েছি। সমাজের অবহেলিত, দরিদ্র ও অসহায় মানুষের সাথে মিলে মিশে এলাকার উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে। আমার ইউনিয়নের জনগনকে সাথে নিয়ে উন্নয়নের অংশীদার হতে চাই। সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।