শুক্রবার, ০২ মে, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৫ জুলাই ২০২১, ০০:০০

মুহাম্মদ জাকির হোসেনের কবিতা

বিলম্বিত অনুভব

অনলাইন ডেস্ক
মুহাম্মদ জাকির হোসেনের কবিতা

তবু কেউ না কেউ এখনো আমায়

ভালোবাসে, যত্নআত্তি করে;

যেন ‘বেটার লেট দ্যান নেভার...’

কেউ না কেউ অতীতেও এই অধম-অপদার্থ

আমায় ভালোবেসেছিল; গভীর সমুদ্র

থেকে তীরে এনে বাঁচিয়েছিল

মরোমরো আমায়

এই প্রচন্ড হিম হিম শীতে তবু

বসন্ত আসে; মায়াবি চোখরাঙা ফাগুন

আসে; গোলাপেরা হাসতে হাসতে হাসির

মিছিল করে; তবু এই জল-তরঙ্গহীন

নদীতেও ঢেউ উঠে; যুবতীর আলুথালু

যৌবনের মতো চারদিকে ‘সর্বনাশা’ বান ডাকে

তবু এই রসকষহীন অনুর্বর জমিতেও

ফসল ফলে; পাকা টমোটোর হাসির মতো

আলোকিত হয় বিরান মাঠ

আর আমাদের সকল ফসলি জমি

পতিত মনোভূমি।

পরিচিতি : মুহাম্মদ জাকির হোসেন : কবি। মতলব সরকারি কলেজের ইংরেজির সহকারী অধ্যাপক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়