মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০১:৪৪

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জনতা ব্যাংক সিবিএ'র আয়োজনে মিলাদ

স্টাফ রিপোর্টার
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জনতা ব্যাংক সিবিএ'র আয়োজনে মিলাদ
ক্যাপশন - বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জনতা ব্যাংক সিবিএ চাঁদপুরের আয়োজনে মিলাদ ও দোয়ানুষ্ঠানে মোনাজাতরত নেতৃবৃন্দ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি-র চেয়ারপার্সন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ামৃত্যুতে তাঁর রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি ২০২৬) বিকেলে চাঁদপুর শহরর জোড় পুকুর পাড়স্থ জনতা ব্যাংক-এর কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করে জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন (রেজি. নং বি-১১৯১) চাঁদপুর এরিয়া

মিলাদের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনতা ব্যাংকের ডিজিএম নাছির উদ্দিন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির এক প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহুদলীয় গণতন্ত্র, ভোটাধিকারসংসদীয় ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছেন।

জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন (রেজি. নং বি-১১৯১) চাঁদপুর এরিয়ার সভাপতির সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপিসাংগঠনিক সম্পাদক মো. মুনীর চৌধুরী এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শ্রমিকদলসভাপতি নজরুল ইসলাম।

চাঁদপুর জেলা শ্রমিকদলসাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান ভূঁইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা শ্রমিকদলসভাপতি নয়ন মাহমুদ ভূঁইয়া।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা শ্রমিকদলযুগ্ম সম্পাদক খলিলুর রহমান হাওলাদার, সদর উপজেলা শ্রমিকদলসাধারণ সম্পাদক জুয়েল হোসেন মিয়াজী, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মাঝি, জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন (রেজি. নং বি-১১৯১) চাঁদপুর এরিয়াভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শুক্কুর বকাউল, সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সিবিএ সোনালী ব্যাংকসভাপতি জাহাঙ্গীর আলম, সিবিএ অগ্রণী ব্যাংক সভাপতি মো. আমির হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল আমির, জেলা বিদ্যুৎ শ্রমিকদলসাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন পাটওয়ারী, যুগ্ম সম্পাদক আবুল বাশার প্রমুখ। এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভাশেষে জোড়পুকুর পাড় বাইতুল ফালাহ জামে মসজিদর সহকারী ইমাম হাফেজ আহমদ ও মুয়াজ্জিন মাহাদী হাসান দোয়া ও মিলাদ পরিচালনা করেন।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়