রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০০:১১

টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, কুমিল্লার নতুন কমিটি

রনি সভাপতি, নাসির সাধারণ সম্পাদক ও ইশতিয়াক সাংগঠনিক সম্পাদক

কুমিল্লা থেকে সংবাদদাতা
টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, কুমিল্লার নতুন কমিটি

টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, কুমিল্লার নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৭) গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে একুশে টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি হুমায়ুন কবির রনিকে পুনরায় সভাপতি, ডিবিসি নিউজের নাসির উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং সময় টেলিভিশনের ইশতিয়াক আহম্মেদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) রাতে নগরীর কান্দিরপাড়ের একটি রেস্টুরেন্টে সংগঠনের এক সভায় টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের উপস্থিতিতে আগামী দু বছরের জন্যে এ কমিটি গঠন করা হয়। পূর্ববর্তী কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় সেটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়।

সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন পদে একাধিক প্রার্থী থাকলেও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে ঐকমত্যে পৌঁছানো হয়। এ সময় সংগঠনের উপদেষ্টা, এটিএন নিউজ ও এটিএন বাংলার স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক খায়রুল আহসান মানিক উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের প্রস্তাব উপস্থাপন করেন। পরে সর্বসম্মতিক্রমে কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে আরটিভির কুমিল্লা জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়াকে সিনিয়র সহ-সভাপতি এবং যমুনা টেলিভিশনের রফিকুল ইসলাম চৌধুরী খোকনকে সহ-সভাপতি করা হয়েছে। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি আনোয়ার হোসাইন ও মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল।

এছাড়া এখন টিভির মাসুদ আলমকে অর্থ সম্পাদক, নিউজ টুয়েন্টিফোরের এইচ এম মহিউদ্দিনকে দপ্তর সম্পাদক এবং এশিয়ান টিভির রেজাউল করিম রাসেলকে প্রচার ও প্রকাশনা সম্পাদক করা হয়েছে।

নির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন : জিটিভির জেলা প্রতিনিধি সেলিম রেজা মুন্সী, দেলোয়ার হোসাইন আকাইদ, মোহনা টিভির তাওহিদ হোসেন মিঠু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তানভীর খন্দকার দিপু, মাই টিভির আবু মুসা, বাংলা টিভির আরিফ মজুমদার এবং এনটিভির মাহফুজ নান্টু।

সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন গ্লোবাল টিভির সাইফ উদ্দিন রনী, এশিয়ান টিভির বিশেষ প্রতিনিধি আজিজুল হক, এসএ টিভির জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং বিজয় টিভির রকিবুল ইসলাম (ম্যাক)।

এদিকে এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক এবং বাংলা ভিশন টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি সাইয়িদ মাহমুদ পারভেজকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। এছাড়া ওমর ফারুকী তাপস ও এম ফিরোজ মিয়াকে সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে আজীবন সদস্য (লাইফ মেম্বার) ঘোষণা করা হয়। নবগঠিত এ কমিটি আগামী দু বছর দায়িত্ব পালন করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়