প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ২১:১৭
উৎসবমুখর পরিবেশে শাহরাস্তি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
মঈনুল ইসলাম কাজল পুনরায় সভাপতি নির্বাচিত

উৎসবমুখর পরিবেশে শাহরাস্তি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। উপজেলা আইসিটি কর্মকর্তা মো. শাহজাহান রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন। সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন সাংবাদিক সজল পাল ও জসিম উদ্দিন। নির্বাচন পর্যবেক্ষণ করেন চাঁদপুর প্রেসক্লাবের বর্তমান সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ, ২০২৬ সালের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এমএ লতিফ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, সাবেক সভাপতি, দৈনিক মেঘনা বার্তার প্রকাশক ও সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক আবদুর রহমান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, সাবেক সভাপতি কামাল হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, সাবেক সভাপতি রাকিবুল হাসান, সাংবাদিক সাইফুল ইসলাম সিফাত, সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়া নির্বাচন পর্যবেক্ষণ করতে আসেন চাঁদপুর-৫ সংসদীয় আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবুল হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা জামায়াতের আমির মোস্তফা কামাল ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দিন বাদল। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠক, শিক্ষক প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা নির্বাচন পর্যবেক্ষণ করেন। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার পূর্বে জাহাঙ্গীর আলম হৃদয়ের সঞ্চালনায় সাংবাদিক নেতৃবৃন্দ তাঁদের মতামত ব্যক্ত করেন। এতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ দেখে সবাই সন্তোষ প্রকাশ করেন। বিকেলে সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার মো. শাহজাহান। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি নির্বাচিত হন মো. মঈনুল ইসলাম কাজল। যৌথভাবে সাধারণ সম্পাদক নির্বাচিত হন ফয়েজ আহমেদ ও কামরুজ্জামান সেন্টু। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মহিউদ্দিন।








