বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭

জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হলো ‘গ্রন্থিক’ ও ‘অপেক্ষা’ নাটক ৎ

সংস্কৃতি অঙ্গন প্রতিবেদক
জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হলো ‘গ্রন্থিক’ ও ‘অপেক্ষা’ নাটক ৎ

গত ২৮ ও ২৯ নভেম্বর ২০২৫ পরপর দু দিন চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে সফলভাবে মঞ্চস্থ হলো বর্ণমালা থিয়েটারের ‘গ্রন্থিক’ এবং বিনিময় নাট্যগোষ্ঠীর নতুন নাটক ‘অপেক্ষা’। দুটি নাটকের কুশীলবই দর্শক ও নাট্যবোদ্ধাদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন।

প্রথম দিন (২৮ নভেম্বর, শুক্রবার) মঞ্চস্থ হয় ‘গ্রন্থিক’। এটি ছিলো বিশ্ববরেণ্য নাট্যকার উইলিয়াম শেক্সপীয়রের কালজয়ী বিয়োগান্তক নাটক ‘হ্যামলেট’-এর আধুনিক মঞ্চায়ন। নাটকটি প্রতিশোধ, নৈতিকতা এবং মানুষের অস্তিত্বের সংকট নিয়ে গভীর দার্শনিক প্রশ্ন উত্থাপন করে। নাটকটির সফল মঞ্চায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নির্দেশক মঈনুদ্দিন লিটন ভূঁইয়া। এতে হ্যামলেটের আধুনিক রূপ ‘গ্রন্থিক’ চরিত্রে বর্ণমালা থিয়েটারের সদস্য মাহাবুব আলম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন একই সংগঠনের সদস্য সুমি ত্রিপুরা, পিন্টু সাহা, এএম সাদ্দাম হোসেন, সঞ্জয় বণিক, মাহাবুব, অসীম কুমার শীল, দেবাশীষ রাজু, নাছির, খোরশেদ মিয়াজী। এরা সহ বাকি অভিনয়শিল্পীরা তাদের সাবলীল অভিনয়ের জন্যে দারুণ প্রশংসা কুড়িয়েছেন।

নাটক মঞ্চায়নে হাবিবুর রহমান হাবিবের নিপুণ আলোক পরিকল্পনা এবং বীরেন সাহা ও আব্দুর রশিদের মিউজিক নাটকের পরিবেশকে অনেক প্রাণবন্ত করে তোলে।

পরের দিন (২৯ নভেম্বর, শনিবার) মঞ্চস্থ হয় বিনিময় নাট্যগোষ্ঠীর প্রথম প্রযোজনায় নতুন নাটক ‘অপেক্ষা’। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহ গ্রামের সাধারণ পটভূমি থেকে উঠে আসা এই নাটকটি শৈশবের সরল প্রশ্নকে ঘিরে এক জটিল সামাজিক কাহিনি তুলে ধরে, যা দর্শকদের গভীর ভাবনায় ফেলে দেয়। নাটকটির নির্দেশনা দিয়েছেন ও রচনা করেছেন কৃষ্ণ গোপাল সরকার।

কাহিনি সংক্ষেপ : ‘আমাদের দেশটা স্বপ্নপুরী’ গানের সাথে শিশুদের নৃত্য এবং সেখানে একজন কবির আগমনে নাটকের মোড় ঘুরে যায়। একজন শিশুর স্কুল ড্রেস না থাকার মতো একটি আপাত-সরল প্রশ্ন কীভাবে সমাজের গভীরে প্রোথিত সমস্যাগুলোকে সামনে নিয়ে আসে, তা অত্যন্ত সংবেদনশীলভাবে দেখানো হয়।

‘অপেক্ষা’ নাটকের বিভিন্ন চরিত্রে সংগঠনের সদস্য লামিয়া ইসলাম, রবিউল প্রধানীয়া, লিজা ইসলাম, রবিন গাজী, ফারহান বেপারী, রিপন তালুকদার, নবীন গাজী, ইতি, স্মৃতি, ওশ্মি, শ্রাবন্তী, রবিউল, তানভীর সহ পুরো দল প্রাণবন্ত অভিনয় করেন।

চাঁদপুরের নাট্যকর্মী ও দর্শকদের মতে, পরপর দুটি ভিন্ন স্বাদের নাটকের এমন সফল মঞ্চায়ন জেলার সংস্কৃতি অঙ্গনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলো।

চাঁদপুর ড্রামা তাদের নতুন নাটক ‘বিদ্যালংকার প্রেস’ নিয়ে মঞ্চে আসার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। নাটকটির প্রদর্শনী চলতি ডিসেম্বর বা আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে মঞ্চস্থ হবে বলে আশা করা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়