বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০১:০২

১৫ বছর পেরিয়ে চাঁদপুর প্রতিদিনের ১৬ বছরে পদার্পণ

চাঁদপুর কন্ঠ রিপোর্ট
১৫ বছর পেরিয়ে চাঁদপুর প্রতিদিনের ১৬ বছরে পদার্পণ

আজ ১৩ নভেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) । অসংখ্য পাঠক আর শুভানুধ্যায়ীদের মন জয় করে চাঁদপুর প্রতিদিন পত্রিকাটি ১৫ বছর পূর্ণ করে আজ ১৬ বছরে পা রাখলো। ২০১০ খ্রিস্টাব্দের এইদিনে বিরাট কলেবরে প্রকাশিত হয় চাঁদপুর প্রতিদিন। নিরবিচ্ছিন্ন প্রকাশনার ১৫ বছরে পাঠক সমাজের উৎসাহ আর প্রেরণা ছিলো মুখ্য।

গত পনেরোটি বছরে চাঁদপুর প্রতিদিনকে চাঁদপুরবাসী গ্রহণ করেছে পরম মমতায় আর ভালবাসায়। আধুনিক সংবাদপত্রের ভূমিকায় পত্রিকা ছিল তার স্বীয় বৈশিষ্ট্যে অটল। এর লিখনীর বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতায় সামান্যতম কালো আঁচড় লাগেনি। রাষ্ট্রীয়, স্থানীয় রাজনীতি, সামাজিক, অর্থনৈতিক এবং নানাবিধ সমস্যাগুলো তুলে ধরেছে চাঁদপুর প্রতিদিন। কোনো গোষ্ঠী কিংবা ব্যক্তিস্বার্থের বলয়ে থেকে সংবাদ প্রকাশ করেনি পত্রিকাটি। আগামী দিনেও এই অঙ্গীকারে অবিচল পত্রিকা পরিবার।

চাঁদপুরের সমস্যা ও সম্ভাবনার কথা চিহ্নিত করে পাঠকের প্রত্যাশা মিটিয়েছে পত্রিকা। প্রকাশিত সংবাদের কারণে অসংখ্য সমস্যার সমাধানও হয়েছে। চাঁদপুরের ৮ উপজেলায় কর্মরত চাঁদপুর প্রতিদিনের কলম সৈনিক নিজস্ব প্রতিবেদকরা এবং প্রধান কার্যালয়ে কর্মরত সংবাদকর্মীরা দিন-রাত পরিশ্রম করে এগিয়ে নিচ্ছে চাঁদপুর প্রতিদিনকে।

শুরু থেকে আজ অবধি পত্রিকার প্রকাশনায় কোনো ত্রুটি হতে দেয়া হয়নি। স্থানীয় প্রশাসন, সুধী সমাজ সর্বদাই পত্রিকার সাফল্য কামনা করেছেন, নিউজ সরবরাহে সার্বিক সহযোগিতা করেছেন। পত্রিকাটির কোনো প্রকাশিত নিউজ নিয়ে অহেতুক বিতর্কের সৃষ্টি হয়নি, বরং হয়েছে আলোচনা এবং প্রকাশিত কোনো কোনো সংবাদ নিয়ে হয়েছে গঠনমূলক সমালোচনা।

সবমিলে বৃহৎ প্রকাশনা শিল্পের প্রাপ্তি কোনোভাবেই কম নয়। অবিরাম পথচলায় শুরু থেকেই পেয়ে আসা পত্রিকার অসংখ্য পাঠক, শুভানুধ্যায়ী, এজেন্ট এবং সংবাদপত্রসেবী শুভ কামনা অব্যাহত থাকবে এই মাহেন্দ্রক্ষণে--এটাই পত্রিকা কর্তৃপক্ষের হার্দিক প্রত্যাশা।

সূত্র : চাঁদপুর প্রতিদিনের মেইল।
ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়