শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০১:৪৯

রামগঞ্জে ব্যবসায়ীর স্ত্রী ও কলেজ পড়ুয়া মেয়েকে জবাই করে হত্যা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগঞ্জে ব্যবসায়ীর স্ত্রী ও কলেজ পড়ুয়া মেয়েকে জবাই করে হত্যা
ছবি : প্রতীকী

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর চন্ডিপুর এলাকায় ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী জুলেখা বেগম (৫৪) ও কলেজ পড়ুয়া মেয়ে তানহা আক্তার মীম (২১)কে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত দশটার দিকে নিজ ঘরে তাদের জবাই করে হত্যা করা হয়। এ সময় ঘরে থাকা ত্রিশ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় অর্ধকোটি টাকা লুটে নেয়ার অভিযোগ রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে সেনাবাহিনী ও পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রামগঞ্জ উপজেলার সোনাপুর বাজারে ক্রোকারিজের ব্যবসা করেন মিজানুর রহমান। বৃহস্পতিবার সোনাপুর বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাতে বাড়িতে যান ব্যবসায়ীর ছেলে ফরহাদ হোসেন রাব্বী। এ সময় ঘরের দরজা খোলা দেখতে পান রাব্বী। পরে ঘরের ভেতরে গিয়ে মা জুলেখা বেগম ও বোন তানহা আক্তার মীমের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেন তিনি। এ সময় আশপাশের লোকজন এসে ঘরের মেঝেতে মা ও বোনের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। দুর্বৃত্তরা ঘরের আলমারীতে থাকা ৩০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুটে নেয়।

জানা গেছে, ব্যবসায়ী মিজানুর রহমানের ছেলে ফরহাদ হোসেন রাব্বীকে বিয়ে করানোর জন্যে প্রস্তুতি নিচ্ছিলেন ব্যবসায়ী। সে অনুপাতে বিয়ের জন্যে গত কিছুদিন আগে ৩০ ভরি স্বর্ণালঙ্কার ক্রয় করেন তিনি। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ডাকাতি করার সময় ব্যবসায়ীর স্ত্রী জুলেখা বেগম ও মেয়ে তানহা আক্তার মীম বাধা দিলে দূর্বৃত্তরা দুজনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুটে নেয় বলে ধারণা করা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মা-মেয়ের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ডাকাতি না অন্য কোনো কারণে এ হত্যাকাণ্ড সে বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়