শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১৯:৩৩

শ্রীনগরে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু

আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগরে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরে স্বামীর নির্যাতনের শিকার হয়ে সাথী বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) সকাল ৯টার দিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সাথী বেগম শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের নাগরভাগ গ্রামের পাভেল শেখের স্ত্রী এবং একই উপজেলার শ্যামসিদ্ধি গ্রামের মৃত নূর জামাল তালুকদারের কন্যা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে প্রায়ই সাথী বেগমকে তার স্বামী পাভেল, শাশুড়ি ও ননদ শারীরিকভাবে নির্যাতন করত। প্রায় ৪-৫ দিন আগে গুরুতর মারধরের পর অসুস্থ হয়ে পড়লে সাথী বাবার বাড়ি শ্যামসিদ্ধিতে গিয়ে চিকিৎসা নেন।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে বাথরুম থেকে বের হয়ে উঠানে পড়ে গেলে সাথীকে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তিনি মারা যান। পরিবারের দাবি, স্বামীর নির্যাতনের ফলেই সাথীর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী পাভেল শেখকে আটক করা হয়েছে। মৃত্যুর কারণ নির্ণয়ে আইনগত প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়