রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৬

২১ সেপ্টেম্বর বিশ্ব আলঝাইমার্স দিবস

ডিমেনশিয়া সম্পর্কে প্রশ্ন করুন, আলঝাইমার্স সম্পর্কে প্রশ্ন করুন

হাসান আলী
ডিমেনশিয়া সম্পর্কে প্রশ্ন করুন, আলঝাইমার্স সম্পর্কে প্রশ্ন করুন

প্রতিবছর ২১ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব আলঝাইমার্স দিবস। এ দিবসের মূল উদ্দেশ্য হলো, মানুষকে আলঝাইমার্স ও ডিমেনশিয়ার মতো জটিল মস্তিষ্কজনিত রোগ সম্পর্কে সচেতন করা, ভুল ধারণা দূর করা এবং আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের পাশে দাঁড়ানো। ২০২৫ সালের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—“Ask About Dementia, Ask About Alzheimer’s”, অর্থাৎ—“ডিমেনশিয়া সম্পর্কে প্রশ্ন করুন, আলঝাইমার্স সম্পর্কে প্রশ্ন করুন।” এই প্রতিপাদ্যের মাধ্যমে বোঝানো হয়েছে, রোগ নিয়ে নীরব না থেকে প্রশ্নের মাধ্যমে জানা, বোঝা ও সচেতন হওয়াই সবচেয়ে জরুরি।

আলঝাইমার্স হলো, একটি দীর্ঘমেয়াদি স্নায়ুবিক অবক্ষয়জনিত রোগ, যা ধীরে ধীরে স্মৃতিশক্তি, চিন্তাশক্তি ও দৈনন্দিন কাজকর্মকে প্রভাবিত করে। রোগী পরিচিত মানুষ ও পরিবেশ ভুলতে থাকে, আচরণে পরিবর্তন আসে এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাপন অসম্ভব হয়ে পড়ে। ডিমেনশিয়া হলো এমন একটি বিস্তৃত অবস্থা, যার অন্তর্ভুক্ত বিভিন্ন ধরনের স্মৃতিভ্রংশজনিত রোগ; এর মধ্যে আলঝাইমার্স সবচেয়ে বেশি পরিচিত। কিন্তু অনেক সময় মানুষ এগুলোকে বয়সজনিত স্বাভাবিক পরিবর্তন মনে করে অবহেলা করে, ফলে চিকিৎসা ও পরিচর্যায় দেরি হয়।

এ বছরের প্রতিপাদ্যের মূল বার্তা হলো—“প্রশ্ন করুন।” পরিবারের কোনো সদস্য বারবার ভুলে গেলে বা আচরণে পরিবর্তন দেখা দিলে তা এড়িয়ে না গিয়ে প্রশ্ন করতে হবে। প্রশ্নের মাধ্যমে বোঝা সম্ভব কোনটা স্বাভাবিক বার্ধক্য আর কোনটা রোগের ইঙ্গিত। প্রশ্ন করলে পরিবার চিকিৎসকের পরামর্শ নিতে উৎসাহিত হবে, সঠিক সময়ে রোগ শনাক্ত করা সম্ভব হবে এবং প্রয়োজনীয় যত্নের ব্যবস্থা নেওয়া যাবে।

আলঝাইমার্স কেবল রোগীর নয়, পুরো পরিবারের জীবনকেও প্রভাবিত করে। রোগীর যত্ন, মানসিক চাপ ও আর্থিক বোঝা পরিবারকে বিপর্যস্ত করে তোলে। কিন্তু প্রশ্ন করার মাধ্যমে পরিবার সঠিক তথ্য, পরামর্শ ও সহায়তা পেতে পারে। সমাজেও ভুল ধারণা কমে যায় এবং সহমর্মিতার পরিবেশ তৈরি হয়।

এই প্রতিপাদ্যের তাৎপর্য শুধু চিকিৎসকের কক্ষে সীমাবদ্ধ নয়, এটি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও গণমাধ্যমে আলোচনার বিষয় হওয়া উচিত। যত বেশি প্রশ্ন উঠবে, তত বেশি আলাপ-আলোচনা বাড়বে এবং সচেতনতা বিস্তার পাবে। জ্ঞানের আলোয় রোগ সম্পর্কে ভীতি কমবে এবং আক্রান্তরা একা বোধ করবে না।

পরিশেষে বলা যায়, “Ask About Dementia, Ask About Alzheimer’s” কেবল একটি প্রতিপাদ্য নয়, বরং এটি একটি আহ্বান। প্রশ্ন করার মাধ্যমেই অজ্ঞতার অন্ধকার দূর হবে, রোগীদের পাশে দাঁড়ানোর শক্তি বাড়বে এবং সমাজে মানবিকতা বৃদ্ধি পাবে। তাই বিশ্ব আলঝাইমার্স দিবস ২০২৫ আমাদের শেখাচ্ছে—চুপ না থেকে প্রশ্ন করুন, জানুন, সচেতন হোন এবং ভালোবাসা দিয়ে রোগীর পাশে দাঁড়ান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়