প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৩
উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে হাজীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সাথে হাজীগঞ্জ প্রেসক্লাবের ২০২৫-২৬ সেশন নেতৃবৃন্দের মতবিনিময় ও ফুলেল সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার
|আরো খবর
(৪ সেপ্টেম্বর ২০২৫) উপজেলা ই-সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি খালেকুজ্জামান শামীম।
সভায় প্রধান অতিথি হিসেব মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, হাজীগঞ্জের সংবাদকর্মীদের দক্ষতার বিষয়ে আমি পূর্ব থেকেই অবগত। আশা করি নতুন কার্যকরী কমিটির মাধ্যমে এই ধারা অব্যাহত থাকবে।হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. মনজুর আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্লাহ্, কার্যকরী সদস্য কামরুজ্জামান টুটুল, কবির আহমেদ প্রমুখ। উপস্থিত ছিলেন কাউছার আহমেদ রিপন, শাখাওয়াত হোসেন শামীম, সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম জয়, সহ অন্য সদস্যবৃন্দ।