শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১৯:৪৮

ফরিদগঞ্জ সাহিত্য সংসদের প্রথম 'সাহিত্য আসর'

নিজস্ব প্রতিনিধি।।
ফরিদগঞ্জ সাহিত্য সংসদের প্রথম 'সাহিত্য আসর'

ফরিদগঞ্জে নবগঠিত সাহিত্য সংগঠন 'ফরিদগঞ্জ সাহিত্য সংসদ'-এর প্রথম সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে৷

শুক্রবার (২২ আগস্ট ২০২৫) বিকেলে সংগঠনের আহ্বায়ক শামীম হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় ফরিদগঞ্জ উপজেলা মডেল মসজিদ সম্মুখে সংগঠনটির প্রথম সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সাহিত্য কর্মী ইয়াছিন দেওয়ান (পারভেজ)। সভায় উপস্থিত সাহিত্যপ্রেমীরা স্বরচিত লেখা পাঠ করেন। লেখা পাঠ শেষে পাঠ আলোচনা অনুষ্ঠিত হয়৷ সভায় উপস্থিত সকলে নিজেদের পঠিত বইয়ের অভিজ্ঞতা উপস্থাপন করেন৷

সাহিত্য আসরে উপস্থিত ছিলেন সাহেদ বিন তাহের, নীলপত্র পাটোয়ারী, মুহাম্মদ শাহিন, মেসবাহ উদ্দিন, সাহেদ সিয়াম, তানজিল, মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসাইন, অনিক হোসাইন, মিরাজ আখন, নিঝুম প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়