প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ২৩:২৭
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের চাঁদপুরসহ পাঁচ জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (রেজি. নং ০৬/২০২২)- এর পাঁচটি জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরের স্বাক্ষরিত নোটিসে জানানো হয়, বিলুপ্ত ঘোষিত শাখাগুলো দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে এসব শাখা পুনর্গঠন করা হবে বলেও জানানো হয়েছে।
বিলুপ্ত ঘোষিত জেলা শাখাগুলো হলো :
চাঁদপুর , কুষ্টিয়া, পাবনা,
পিরোজপুর ও বগুড়া।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়েছে, ভবিষ্যতে সংগঠনকে আরও কার্যকর ও গতিশীল করতে সক্রিয় সদস্যদের অংশগ্রহণে শাখাগুলো নতুনভাবে গঠন করা হবে।