প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৯:০৭
হেরার আলো
অনলাইন ডেস্ক
১১-সূরা হুদ ১২৩ আয়াত, ১০ রুকু, ‘মক্কী’
৬২। তাহারা বলিল, ‘হে সালিহ! ইহার পূর্বে তুমি ছিলে আমাদের আশাস্থল। তুমি কি আমাদিগকে নিষেধ করিতেছ ‘ইবাদত করিতে তাহাদের, যাহাদের ‘ইবাদত করিত আমাদের পিতৃ-পুরুষেরা? আমরা অবশ্যই বিভ্রান্তিকর সন্দেহে রহিয়াছি সে বিষয়ে, যাহার প্রতি তুমি আমাদিগকে আহ্বান করিতেছ।’