সোমবার, ০৪ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০১:৫১

ফুলের মালা পরে বিদায়ের প্রস্তুতি, রশি বেঁধে উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস

চোরের অপবাদে ৫ম তলার কার্নিশে আত্মহত্যার চেষ্টা যুবকের!

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
চোরের অপবাদে ৫ম তলার কার্নিশে আত্মহত্যার চেষ্টা যুবকের!

লক্ষ্মীপুর শহরে চোরের অপবাদ দেওয়ায় ইমন হোসেন (২৭) নামের এক যুবক ৫ তলা ভবনের কার্নিশে উঠে আত্মহত্যার চেষ্টা করেন।

পরে তার আবদার অনুযায়ী গলায় ফুলের মালা পরিয়ে দেওয়া হয়। একপর্যায়ে কোমরে রশি বেঁধে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাকে জীবিত উদ্ধার করেন।

সংবাদকর্মীদের কাছে নিজের মনের দুঃখ প্রকাশ করে ইমন বলেন, “তাকে চোর ও ইয়াবাসেবী বলে অপমান করা হচ্ছে।” এই অপবাদ সহ্য করতে না পেরে তিনি জীবনের ইতি টানার সিদ্ধান্ত নেন।

ঘটনাটি ঘটে রোববার (৩ আগস্ট ২০২৫) রাত ৮টার দিকে। স্থানটি ছিল লক্ষ্মীপুর পৌরসভার বালিকা বিদ্যা নিকেতন সড়কের একটি ৫ তলা ভবন।

স্থানীয়রা জানান, ইমন পৌরসভার বাঞ্চানগর এলাকার দোখলা বাড়ির মো. খোকনের ছেলে। মাদক গ্রহণে বিরতি দেওয়ার কারণে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে বলে মনে করা হচ্ছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রনজিত কুমার সাহা বলেন, “ছেলেটি একজন মাদকসেবী। এতে সে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছে। তার মানসিক অবস্থা বিবেচনায় রেখে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় তাকে নিরাপদে উদ্ধার করা হয়।”

প্রায় তিন ঘণ্টা ধরে ইমন ৫ম তলার কার্নিশে অবস্থান করেন। বিকেল ৫টার দিকে তিনি ভবনে ওঠেন এবং রাত ৮টার দিকে উদ্ধার করা সম্ভব হয়।

পরে ইমনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। তার মানসিক অবস্থার বিষয়ে চিকিৎসা সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়