সোমবার, ০৪ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০০:৩১

কুমিল্লায় শ্রীশ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটি গঠিত

আহবায়ক- শ্যামল কৃষ্ণ সাহা, সদস্য সচিব- দীলিপ কুমার নাগ কানাই

তাপস চন্দ্র সরকার
আহবায়ক- শ্যামল কৃষ্ণ সাহা, সদস্য সচিব- দীলিপ কুমার নাগ কানাই
ছবি :আহবায়ক- শ্যামল কৃষ্ণ সাহা, সদস্য সচিব- দীলিপ কুমার নাগ কানাই

আসছে শনিবার (১৬ আগস্ট ২০২৫) সনাতন হিন্দু ধর্মের প্রবর্তক মহাবতার পরমেশ্বর ভগবান শ্রী শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব।

তদুপলক্ষে কুমিল্লায় শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটি গঠন করা হয়। গেলো ২৬ জুলাই ২০২৫ শনিবার সন্ধ্যায় কুমিল্লা মহেশাঙ্গণ নাট মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

ওই সভায় সভাপতিত্ব করেন শ্যামল কৃষ্ণ সাহা এবং সভা পরিচালনা করেন দীলিপ কুমার নাগ কানাই।

এতে শ্যামল কৃষ্ণ সাহাকে আহ্বায়ক ও দীলিপ কুমার নাগ কানাইকে সদস্য সচিব করে ৫৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন : যুগ্ম আহ্বায়ক অচিন্ত্য দাস টিটু, সঞ্জিত দেবনাথ, নারায়ণ সরকার, রূপচাঁদ শ্যাম দাস ব্রহ্মচারী, কমল চন্দ খোকন, শ্যামল কুমার সাহা, অ্যাডভোকেট অমিত কুমার সিংহ, সুব্রত চৌধুরী তপু, লিটন পাল, কনক দাস, কিশোর দেবনাথ, নারায়ণ চন্দ্র সাহা, অসীম বর্ধন।

কোষাধ্যক্ষ কিশোর দাস, সহ-কোষাধ্যক্ষ রাজিব সাহা এবং সদস্য হিসেবে আছেন: চঞ্চল চক্রবর্তী, ননী গোপাল সরকার, দিলীপ ভৌমিক, মৃত্যুঞ্জয়ী যুধিষ্ঠির দাস, অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার, জয়ন্ত দেবনাথ বাপ্পা, বিজয় সাহা, বিপ্লব ভৌমিক মিলু, আশিষ দাস, মৃদুল দাস, অজয় সাহা, রিংকু ঘোষ, সুমন সাহা, পরিমল পাল, নির্মল ঘোষ, শ্যামল চন্দ্র দে, লক্ষ্মণ চন্দ, শেফাল মজুমদার, বাসুদেব ঘোষ, লিটন দাস, রঞ্জন কেশব চক্রবর্তী, ডা. বনশ্রী সাহা, সেন্টু কর, দীপ্ত রায়, হরিদাস, সুজিত কুমার দে বাবুল, লিটন সাহা, চন্দন সূত্রধর, শ্যামল কুমার কুন্ড, সাগর দাস, শিব প্রসাদ মজুমদার রাহুল, রিপন চন্দ্র দে, জয় দেব, প্রান্ত মজুমদার, রমিত রবি দাস, অভিজিৎ সাহা, শোভন কুমার দে ও লিটন চক্রবর্তী।

১৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদও গঠন করা হয়, যার সদস্যরা হলেন: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায়, অমল দত্ত, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, পূজা উদযাপন পরিষদের সাবেক সহ-সভাপতি ট্রাস্টি নির্মল পাল, মহেশাঙ্গণ লোকনাথ স্মৃতি তর্পণ সংঘের সভাপতি ননী গোপাল পাল, সুদর্শন দাস ব্রহ্মচারী, প্রদীপ কুমার সাহা, দীলিপ পোদ্দার, রবীন্দ্র চন্দ্র সরকার, সাংবাদিক দীলিপ মজুমদার, সজল চন্দ, ড. বিশ্বজিৎ দেব, হারাধন ভৌমিক, তাপস কুমার নাহা, জীবন চক্রবর্তী, প্রদীপ কুমার নন্দী ও পিন্টু ঘোষ।

জানা যায়, হিন্দু ধর্মাবলম্বীদের মতে, প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন।

অত্যাচার ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম নেন তিনি।

শিষ্টের পালন ও দুষ্টের দমনে তিনি ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ ভগবানের আসনে অধিষ্ঠিত।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়